ছেলে ধরা গুজব সৃষ্টিকারীদের চিহ্নিত করতে গোয়েন্দা সংস্থা কাজ করছে

41

বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক নির্মূল এবং ছেলে ধরা গুজব বিষয়ে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীকে সচেতন করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলার খানদীঘি হাই স্কুলের উদ্যোগে সমম্প্রতি এক সমাবেশ বিদ্যালয়ের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শিবলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) নিবেদিতা চাকমা। প্রধান আলোচক ছিলেন থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। আলোচক ছিলেন কমরেড আবদুল নবী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মিল্টন বিকাশ দাশ, পরিচালনা পরিষদের সদস্য নজরুল ইসলাম আনোয়ার, নুরুল ইসলাম রানা, সাবেক সদস্য প্রফুল্ল চন্দ্র নাথ, শরফত আলী, আবদুল মোনাফ , মো. আলী, বাবুল কান্তি নাথ, সাধন চন্দ্র পাল, জয়নাল আবেদীন, মৌলানা কামাল উদ্দিন, আনু বড়–য়া, জান্নাতুন নাঈম, অলি আহমদ সওদাগর, আবুল কালাম, আবুল কাশেম, নুরুল ইসলাম, নাজিম উদ্দিন, সাজ্জাদ হোসেন নিশান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা বলেন, বাল্যবিবাহ ইভটিজিং, মাদক নির্মূলে প্রশাসন বদ্ধপরিকর। ইতোমধ্যে সরকারের শক্ত হাতে জঙ্গিবাদ নির্মূল করেছে। জনগন এগিয়ে আসলে এসব মহামারী সমাজ থেকে নির্মূল হয়ে যাবে। সম্প্রতি ছেলে ধরা গুজব সৃষ্টিকারীদের গোয়েন্দা সংস্থা চিহ্নিত করার কাজ করছে। নিরীহ মানুষ হত্যায় জড়িতদের যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এ গুজব ভিত্তিহীন। অগ্রগতির পথে বাধা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পিত ভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেষ্টা করছে একটি মহল। অভিভাবক ও এলাকাবাসীকে সচেতন হতে হবে। প্রতিরোধ করতে হবে সম্মিলিত ভাবে। স্কুলের ছাত্রীদের উপর কোনরকম যৌন হয়রানী বরদাশত করা হবেনা। ছাত্রীদের স্কুল আসা যাওয়ার পথে উত্যক্তকারীদের কোন ছাড় দেওয়া হবে না। প্রধান আলোচক ওসি কেশব চক্রবর্তী বলেন, পদ্মা সেতুর জন্য মাথা লাগবে বলে যারা অপপ্রচার গুজব সৃষ্টি করছে তাদের চিহ্নিত করতে প্রশাসন কাজ করছে। সবাইকে সজাগ থাকতে হবে অপপ্রচার যারা করছে তাদের ব্যাপারে পুলিশ প্রশাসনকে অবহিত করবেন। ইভটিজিং যারা করবে তাদের চিহ্নিত করে প্রতিরোধ করার জন্য এলাকাবাসীকে এগিয়ে আসতে হবে।
মাদক ব্যবসা ও গ্রহনকারীকে সামাজিক ভাবে বয়কট করতে হবে। সকল জনসাধারণকে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তিনি যুগোপযোগী সমাবেশ আয়োজন করায় স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। বিদ্যালয়ের সভাপতি মো. শাখাওয়াত হোসেন শিবলী বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক প্রতিরোধে এলাকাবাসীর আন্তরিক সহযোগীতা প্রত্যাশা করেন। বিদ্যালয়ের ছাত্রীদের উপর কোন রকম যৌন নির্যাতন, হয়রানি কোনভাবেই সহ্য করা হবে না বলে জানান।