ছাবের আহমেদের ইন্তেকাল

264

হালিশহর দরবার শরীফের প্রাণপুরুষ হাফেজ সৈয়দ মুনীর উদ্দিন নুরুল্লাহ ( র.) এর কনিষ্ঠপুত্র হালিশহর দরবারের ছোট সাহেবজাদা সৈয়দ ছাবের আহমেদ মুনিরী গতকাল শনিবার পাঁচটা ১০ মিনিটে ইন্তেকাল করেছেন ( ইন্না লিল্লাহি…. রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৭ বছর। তিনি দুই পুত্র ও সাত কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ রবিবার বেলা দুইটায় মরহুমের নামাজে জানাযা হালিশহর দরবার শরীফে অনুষ্ঠিত হবে। শেষে দরবারের পারিবারিক কবরস্থানে পিতা সুলতানুল আউলিয়ার পাশে দাফন করা হবে। সুলতানুল আউলিয়ার দুই পুত্রের মধ্যে সৈয়দ সিরাজুল মোস্তফা (র.) আশির দশকে ইন্তেকাল করেন। কনিষ্ঠ পুত্র সৈয়দ ছাবের আহমেদের ইন্তকালের মধ্য দিয়ে হুজুর কেবলার সন্তানদের আর কেউ রইল না। সুলতানুল আউলিয়ার বেশ কয়েকজন কামেল খলিফার মধ্যে কুতুবদিয়ার শাহ আবদুল মালেক (র.) ও রাউজানের সদ্য প্রয়াত মাওলানা আবু বক্কর সিদ্দিক ( রহ.) অন্যতম। হালিশহর মুনির নগর সুলতানুল আউলিয়ার নামেই নামকরণ করা হয়। খবর বিজ্ঞপ্তির