ছাত্র সমাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে উত্তর জেলা নেতাদের সাক্ষাৎ

51

ছাত্র সমাজ কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। গত ১৬ অক্টোবর চট্টগ্রাম কার্যালয়ে জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. জামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক ইব্রাহিম খান জুয়েল, শাহ ইমরান রিপন, ইরশাদুল হক সিদ্দিকী, আতা-ই-রাব্বী তানভীর এর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে ফুলেল শুভেচ্ছা জানান জাতীয় ছাত্র সমাজ চট্টগ্রাম উত্তর জেলার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উত্তর জেলার আহ্বায়ক মুহাম্মদ মাসুদ-অর-রশিদ, সদস্য সচিব আলাউদ্দীন সোহেল, সদস্য মুহাম্মদ জসিম উদ্দীন, মুহাম্মদ লিটন, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মুহাম্মদ সাদ্দাম হোসেন, মুহাম্মদ রাশেদ, মুহাম্মদ মুনির হোসেন, মুহাম্মদ নাজিম উদ্দীন, মুহাম্মদ তুষার, মুহাম্মদ বকুল উদ্দীন প্রমুখ। সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন, যে কোনো আদর্শিক রাজনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত দক্ষ সৎ নিবেদতিপ্রাণ নেতাকর্মী প্রয়োজন।
ছাত্র সমাজ রাজনীতির লক্ষ্য ছাত্র সমাজের কল্যাণ। ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য সৎ, দক্ষ, ত্যাগী আদর্শে উজ্জীবিত নেতাকর্মীর বিকল্প নেই। বক্তারা আরো বলেন, রাজনীতির লক্ষ্য হতে হবে দেশসেবা ও জনকল্যাণ। এ লক্ষ্য না থাকলে রাজনীতি ব্যর্থতায় পর্যবসিত হবে। বিজ্ঞপ্তি