চ্যাম্পিয়ন ব্রাদার্স ইউনিয়ন রানার্স লাকী স্টার ক্লাব

29

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত এর পৃষ্ঠপোষকতায় সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা ২০১৮-১৯ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২ মে বিকালে সিজেকেএস সুইমিংপুল এ অনুষ্ঠিত হয়। সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীন প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পনসর প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলমাস শিমুল। সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল এর সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ এর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিজেকেএস এর সহ-সভাপতি এ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, মোজাম্মেল হক, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, শাহজাদা আলম, নির্বাহী সদস্য মো. মশিউর রহমান চৌধুরী, রেখা আলম চৌধুরী, মনোরঞ্জন দে, সিজেকেএস সাঁতার কমিটির সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব, সাঁতার কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সাগর, সিজেকেএস কাউন্সিলর ও সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক মো. আকতারুজ্জামান, সিজেকেএস কাউন্সিলর শাহাদাত হোসেন, মকসুদুর রহমান বুলবুল, হাসান মুরাদ বিপ্লব, রায়হান উদ্দিন রুবেল, সাইফুল আলম বাপ্পি, সাঁতার কমিটির যুগ্ম সম্পাদক ফজল রব্বান সুইট প্রমুখ।
ব্রাদার্স ইউনিয়ন ১০টি স্বর্ণ, ২টি রৌপ্য পদক পেয়ে সর্বোচ্চ ৩৪ পয়েন্ট অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফিরিঙ্গী বাজার লাকী স্টার ক্লাব ৩টি রৌপ্য ও ২টি তাম্র পদক পেয়ে ৮ পয়েন্ট অর্জন করে রানার্স আপ হয়। লিটল ব্রাদার্স ১টি রৌপ্য, ৫টি তাম্র পেয়ে ৭ পয়েন্ট অর্জন করে ৩য় স্থান লাভ করে। ব্যাক্তিগত সর্বোচ্চ ৫টি স্বর্ণ পদক পেয়ে সেরা সাঁতারু নির্বাচিত হয় ব্রাদার্স ইউনিয়নের অমিত হাসান। বাংলা চ্যানেল বিজয়ী সাঁতারু জামশেদুল আলমকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা স্মারক। বিজ্ঞপ্তি