চোখের ক্যান্সারে শিশুমৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধে সহায়তা

10

 

শিশুর চোখে ক্যান্সার (রেটিনোব্লাস্টোমা) জনিত শিশু মৃত্যু ও অন্ধত্ব প্রতিরোধকল্পে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী, রোটারি ইন্টারন্যাশনাল গ্লোবাল প্রজেক্টের আওতায় রোটারি ক্লাব অব মিরকস জার্মানী আনুষ্ঠানিকভাবে একটি চেক হস্তান্তর করেন। বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রামের বিশেষ সাধারণ সভায় সমিতির সভাপতি এম এ মালেকের কাছে উক্ত ১৪ লক্ষ ৩৩ হাজার ১২৯ টাকা মূল্যের চেকটি হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর করেন রোটারিয়ান মো. রিজওয়ান শাহিদী, চার্টার প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব চিটাগাং খুলশী, চট্টগ্রাম ও অবৈতনিক যুগ্ম সম্পাদক, বিএনএসবি, চট্টগ্রাম।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনএসবি, চট্টগ্রাম এর কার্যকরী পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, অবৈতনিক যুগ্ম সম্পাদক আলহাজ¦ এস. জোহা চৌধুরী, কার্যকরী সদস্য ডা. কিউ.এম. অহিদুল আলম, মো. আবু তাহের খান, মো. জাকির হোসেন ভূঁইয়া, রিয়াজ হোসেন, ওয়াহিদ মালেক, রাজীব সিনহা, প্রকৌশলী মো. নুরুল করিম, মোহাম্মদ ইকরামুল হক ও অন্যান্য আজীবন সদস্যবৃন্দ। চেক হস্তান্তর কালে বলা হয়, রেটিনোব্লাস্টোমা শিশুদের চোখের বিশেষ এক ধরনের ক্যান্সার, যা শিশুর গর্ভাবস্থাকালীন সময় থেকে যে কোনো বয়সে হতে পারে। সাধারণত ১-৩ বছর বয়সের শিশুদের মধ্যে রোগটি ধরা পড়ার প্রবণতা বেশি। রোগটি বংশগতও হতে পারে। এটি একমাত্র ক্যান্সার যা প্রাথমিক অবস্থায় ধরা পড়ার সম্ভাবনা বেশি, যদি পরিবারের সদস্যরা সচেতন থাকেন। প্রাথমিক অবস্থায় চিকিৎসা প্রদান করলে জীবন ও চোখ দুটোই রক্ষা করা সম্ভব এবং এর সাফল্যের পরিমান প্রায় ৯৭%। পাহাড়তলী চক্ষু হাসপাতাল বর্তমানে এই ধরনের রোগীর চিকিৎসা করে যাচ্ছে।