চীন না কমালে ভারতও সীমান্তে সেনা কমাবে না : রাজনাথ

9

লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখা (এলএসি)-য় মোতায়েন চীনা সেনার সংখ্যা কমানো না হলে ভারতও একতরফাভাবে সেনা কমাবে না। শনিবার এ ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আরও বলেছেন, চীন কয়েকটি ক্ষেত্রে আপত্তি তুললেও ভারত দ্রæত গতিতে সীমান্ত অঞ্চলে পরিকাঠামো উনয়নের কাজ চালাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এখবর জানিয়েছে।ভারতীয় সেনা সূত্রের বরাতে খবরে বলা হয়েছে, এলএসি-র কিছু অংশে তা এই সমঝোতা কার্যকর হলেও প্যাংগং হ্রদের উত্তর প্রান্তের ফিঙ্গার এরিয়াসহ বেশ অনেকগুলো অঞ্চলে চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-র অবস্থান এলএসি-র এ পারে। এই আবহে গত ১৫ জানুয়ারি সশস্ত্রবাহিনীর পঞ্চম ‘ভেটেরানস ডে’ উপলক্ষে বিমানবাহিনীর সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানে রাজনাথ বলেছিলেন, ‘ভারত যুদ্ধ চায় না। কিন্তু দেশের গৌরবহানি হলে যত বড় সুপার পাওয়ারই হোক না কেন, উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা আছে ভারতীয় সেনাবাহিনীর।’
এক সাক্ষাৎকারে ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী জানান, লাদাখ সীমান্তে গত ৯ মাস ধরে চলা সংঘাতের ইতি কবে ঘটবে, তা বলা সম্ভব নয়। তার কথায়, ‘আমরা আলোচনার মাধ্যমে সমাধানে বিশ্বাসী। কিন্তু বিষয়টি নিরবচ্ছিন্ন স্তবিরতার মতো। নির্দিষ্ট কোনও সময়সীমা বা তারিখ নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।’