‘চিরঞ্জীব মুজিব’ এর মুক্তিতে ব্যাপক প্রচারণা

4

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’ সারা দেশের মধ্যে প্রথমে আজ শুক্রবার মুক্তি পাচ্ছে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে। ছবিটির মুক্তি উপলক্ষে বগুড়ায় ব্যাপক আয়োজন চলছে। ছবিটির মুক্তির এক দিন আগেই গত বৃহস্পতিবার বগুড়া শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে। এতে চিত্রনায়িকা পূর্ণিমা ও আহমেদ রুবেল ছাড়াও ছবির কলাকুশলীরা অংশ নিতে বগুড়ায় এসেছেন। সন্ধ্যায় ‘চিরঞ্জীব মুজিব’ মুক্তি উপলক্ষে শহরের সাতমাথায় মুজিব মঞ্চে হবে জমজমাট কনসার্ট। এতে ছবির গানে কণ্ঠ দেওয়া শিল্পীরা গান গায়েছেন, ছিলেন নোলক বাবুও। ‘চিরঞ্জীব মুজিব’ ছবির সৃজনশীল পরিচালক জুয়েল মাহমুদ এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে অনন্য নজির সৃষ্টি করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’।