চিটাগাং পোর্ট সিটি রোটারি ক্লাবের অভিষেক

58

গত ১৯ জুলাই নগরীর আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয় রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির ১৫তম অভিষেক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ গভর্নর এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮০ এর সাবেক গভর্নর ইশতিয়াক এ. জামান এবং অনুষ্ঠানের চেয়ারম্যান হিসেবে ছিলেন এডভোকেট জহিরুল ইসলাম এফসিএ। এসময় ডিসট্রিক্ট সেক্রেটারি নিরেশ চন্দ্র দাশ, লেফটেন্যান্ট গভর্নর মাহফুজুল হক, এসিস্টেন্ট গভর্নর মইন উদ্দিন আহমদ, রোটারি ক্লাব অব চিটাগং পোর্ট সিটির সদস্য, তাদের পরিবারের সদস্য এবং অন্যান্য ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। ১৫তম অভিষেক অনুষ্ঠানে অভিষিক্ত হন সভাপতি রোটারিয়ান মোরশেদ আলম, সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ আরমানসহ নতুন বোর্ড। এর আগে জেলা গভর্নর ক্লাবের পরিদর্শন সম্পন্ন করেন এবং জেলা গভর্নর ক্লাবের সকল কার্যাবলী ও ভবিষ্যত পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন। বিজ্ঞপ্তি

‘মুক্তিযোদ্ধার সন্তানরা থাকবেন সকল অপশক্তির বিরুদ্ধে’

চট্টগ্রাম মেট্রোপলিন পুলিশের খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরী বলেন, ৭১সালে মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে স্বাধীন করেছে বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানরা দেশের উন্নয়নে বাধা সৃষ্টিকারী যে কোন অপশক্তির বিরুদ্ধে অতন্ত্র প্রহরীর দায়িত্ব পালন করবে।
গত ২০ জুলাই খুলশী থানার অফিসার ইনচার্জ প্রনব চৌধুরীর কার্যালয়ে মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ড খুলশী থানা নব আহŸায়ক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নব আহŸায়খ কমিটির আহŸায়ক কামাল হোসেন টিটু, যুগ্ম আহŸায়ক হারুন-অর-রশিদ, সদস্য সচিব মোঃ মাসুদ করিম, সদস্য মোঃ আজিজুর সুমন, মোঃ খাজা মাঈনু উদ্দীন, সুজন সিনহা, আব্দুর রহমান সরকার, মোঃ কাশেম, ১৩নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-প্রচার সম্পাদক আবদুল হান্নান হীরা। মতবিনিময়ে শেষে খুলশী থানা এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় খুলশী অফিসার ইনচার্জ প্রণব চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি