চসিকের স্বাস্থ্য বিভাগে এস আলম গ্রূপের পিপিই হস্তান্তর

38

 

এস আলম গ্রূপ চট্টগ্রাম সিটি কর্পোরেশনে স্বাস্থ্য বিভাগে কর্মরত চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী ও পরিচ্ছন্ন কর্মীদের জন্য ২ হাজার পিস পিপিই দিয়েছেন। আজ রবিবার সকালে চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীনের হাতে এই পিপিই হস্তান্তর করেন। পিপিই গ্রহণ করে মেয়র বলেন, নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় চিকিৎসকরা হলেন ফ্রন্ট লাইন ফাইটার। তাদের সুরক্ষার জন্য পিপিই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। যার সংকট বিশ্বজুড়ে। এ সময়ে এস আলম গ্রূপ পিপিই সরবরাহ করে যে আর্তমানবতায় সেবায় এগিয়ে এসেছেন তার জন্য তিনি এস আলম গ্রূপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সহ সংশ্লিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরো বলেন, অতিতেও এই গ্রূপের কর্ণধারের এই ধরনের অনেক সহযোগিতা করে অবদান রেখেছেন। মেয়র ভবিষ্যতেও এ ধরনের মানবিক সাহায্য অব্যাহত রাখবেন বলে আশা প্রকাশ করেন। মেয়র এস আলম গ্রূপের ন্যায় অন্যান্য কর্পোরেট হাউজগুলোকে মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান। এসময় চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, সালেহ আহমদ চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, তত্বাবধায়ক প্রকৌশলী সুদিপ বসাক, ঝুলন কুমার দাশ, এস আলম গ্রূপের চেয়ারম্যানের পক্ষে তাঁর একান্ত সচিব ও ফাষ্ট সিকিউরিটি ব্যাংকের ভিপি মো.আকিজ উদ্দিন, কর্মকর্তা মিল্টন চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি