চসিকের বাস-ট্রাক টার্মিনাল নির্মাণকাজ শিঘ্রই শুরু হবে

78

চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যবস্থাপনায় নিমিতব্য বাস-ট্রাক টামিনালের স্থান সরেজমিনে পরিদর্শনে গেলেন সিটি মেয়র আ.জ.ম.নাছির উদ্দীন। পরিদর্শনকালে মেয়র বাস-ট্রাক টার্মিন্যালের স্থানের সার্বিক অবস্থা প্রত্যক্ষ করেন। এই সময় তিনি প্রকল্পটি সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য নিমিতব্য বাস-ট্রাক টার্মিন্যাল এলাকায় ইমারত অথবা কোনো ধরণের অবকাঠামো নির্মাণের অনুমোদন কিংবা ছাড়পত্র প্রদান না দেয়ার জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রতি এবং এলাকার জনসাধারণকে এ ব্যাপারে সহযোগিতা করারও আহবান জানান মেয়র। এই সময় সিটি মেয়রের সাথে ছিলেন কাউন্সিলর মোহাম্মদ শহেদ ইকবার বাবু, সাবেক কমিশনার ফরিদ আহমদ চৌধুরী, আইইবি এর সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসেন মজুমদার, চসিক প্রধান প্রকৌশলী লে. কর্ণেল মহিউদ্দিন আহমদ,তত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, কামরুল ইসলাম,মনিরুল হুদা, ভু-সম্পত্তি কর্মকর্তা এখলাছুর রহমানসহ চসিক কর্মকর্তাবৃন্দ। স্থানীদের সাথে আলাপকালে মেয়র বলেন নগরে নিদিষ্ট কোনো টার্মিনাল না থাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এতে কর্মঘণ্টা নস্ট হয়ে কোটি কোটি টাকার ক্ষতি হয়। এই বিষয়টি প্রাধান্য দিয়ে বাস-টার্মিনাল নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছি। এছাড়াও বন্দরের টোল প্লাজা এলাকায় আরো দুটি বাস-ট্রাক টার্মিন্যালের নির্মাণের উদ্যোগ নেয়া হবে। মেয়র বলেন শিঘ্রই এ টারমিনাল নির্মাণের কাজ শুরু হবে। নগরে যানজট নিরসনে কুলগাঁও বালুছড়া এলাকায় ১৬ একর জায়গার ওপর দেশের অত্যাধুনিক বাস-ট্রাক টামিন্যাল নিমাণ করতে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। জমি অধিগ্রহন ও পরিবেশ ছাড়পত্র পেলেই এই প্রকল্পটি টেন্ডারে যাবে। আগামী ফেব্রুয়ারী মাস নাগাদ এই নির্মান কাজ শুরু করা হবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে ভুমি অধিগ্রহন ও পরিবেশ ছাড়পত্রসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পুন্ন করার কাজ শুরু হয়েছে। ১৬ একর জায়গার উপর প্রায় ২৯৭কোটি টাকা ব্যয়ে এ সর্বাধুনিক বাস-ট্রাক টামিন্যাল নিমিত হবে। ভুমি অধিগ্রহন, ভুমি উন্নয়ন,ড্রেনেজ ব্যবস্থা বহুতলবিশিষ্ঠ বাণিজ্যিক ভবণ নির্মাণ এবং আনুসাংগিক কাজ কয়েকটি ধাপে বাস্তবায়ন করা হবে। সর্বশেষ বহুতল বিশিষ্ট বাণিজ্যিক ভবণ নির্মাণ করা হবে। এই টার্মিনাল নির্মানের জায়গার মধ্যে সিডিএ মালিকাধীন রয়েছে আট একর। বাকী আট একর জায়গা জায়গা অধিগ্রহন করা হবে। প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে ভুমি অধিগ্রহনের জন্য ব্যয় ধরা হয়েছে ২৬০ কোটি ৫লক্ষ ৫হাজার টাকা,জমির উন্নয়ন বাবদ ৩ কোটি ৩৭লক্ষ ৩৯ হাজার টাকা,বাস-ট্রাক টার্মিল্যালের অবকাঠামো উন্নয়নের জন্য ৭কোটি ৫০লক্ষ টাকা,ড্রেনেজ ব্যবস্থাসহ ইয়ার্ড নির্মাণে ২৫ কোটি টাকা। চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডের সড়ক নেটওয়ার্ক ও যানজট নিরসনে বাস-ট্রাক টামিনাল নির্মাণ প্রকল্পের আওতায় এই প্রকল্পটি বাস্তবায়িত হবে। গত ১১ই অক্টোবর-২০১৮ তারিখে এ প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পায়। বিজ্ঞপ্তি