চরচাক্তাই প্রাইমারিস্কুলে বিদায় সংবর্ধনা

131

গত ১৪ ফেব্রুয়ারী বেলা ৩ টায় চর চাক্তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রমা রানী দাশ প্রধান শিক্ষক পদে পদোন্নতি পেয়ে অন্য স্কুলে বদলি হওয়ায় এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জুবাইর আলম। প্রধান অতিথি ছিলেন সিটি কলেজের সাবেক ভিপি ও বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহব্বায়ক শফিউল আজম বাহার। প্রধান শিক্ষক তসলিম আহাম্মদ তালুকদার, বিদ্যালয়ের শিক্ষিকা খায়রুননেসা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথিবৃন্দ বিদায়ী শিক্ষিকার সুদীর্ঘ ৩০ বছর এই বিদ্যালয়ে থাকাকালীন কর্মকান্ড ও কৃতিত্ব তুলে ধরেন। দীর্ঘ সোনালী অতীতে তার কৃতি শিক্ষার্থীদের তথা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যবসায়ী প্রভৃতি পেশার ছাত্র-ছাত্রীদের নাম স্মরণ করা হয়। এলাকার শিক্ষার মান উন্নয়নে শিক্ষক স্বল্পতার কথা স্পষ্টভাবে প্রধান শিক্ষক বক্তব্যের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করেন। ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণ বিদ্যালয়, বিদায়ী শিক্ষক ও শিক্ষার মান নিয়ে নাতি দীর্ঘ বক্তব্য প্রদান করেন। শিক্ষিকাকে মানপত্র ও বিভিন্ন উপহার প্রদান করা হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। সভা মো. নুরুল আমিন, সহকারী শিক্ষকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভাপতি মহোদয় বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষিকার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি