চমেক হাসপাতালে কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতির স্মরণসভা

15

 

বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল আজিজের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল ৬ অক্টোবর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর। বক্তব্যে হাসপাতাল পরিচালক মরহুম আবদুল আজিজকে একজন ত্যাগী নেতা উল্লেখ করে বলেন, তিনি সংগঠনের জন্য তার সমুদয় সম্পত্তি বিক্রি করেছেন। যেটি একটি বিরল ঘটনা। তাঁর জন্ম না হলে কর্মচারী সমিতি প্রতিষ্ঠিত হতো না। কর্মচারীরা বর্তমানে এর সুফল ভোগ করছে। ৪র্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল আঞ্চলিক শাখার সভাপতি মো. আবদুল মতিন মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চমেক হাসপাতালের সহকারী পরিচালক রাজীব পালিত। বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা মরহুম আবদুল আজিজের একমাত্র পুত্র আবদুল মান্নান, মরহুমের নাতি পল্টন থানার ওসি খোরশেদুল আলম, কর্মচারী সমিতি জেলা শাখার সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, চমেক শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, সাবকে সভাপতি মোবাশ্বের হোসেন সেলিম, নুরুল ইসলাম নুরু, অর্থ সম্পাদক মো. শাহজাহান, আনোয়ার হোসেন টিপু, মো. শাহনেওয়াজ অভি, মো. ইব্রাহীম প্রমুখ। সভাপতির বক্তব্যে আবদুল মতিন মানিক বলেন, তিনি ধীরে ধীরে সমিতিকে সাজিয়েছেন। গণকর্মচারীদের দুর্দশা লাগবে তিনি এ সমিতি সৃষ্টি করেছেন। দোয়া মাহফিল পরিচালনা করেন চমেক হাসপাতাল কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা কামাল উদ্দিন জাফরী। সভায় সমিতির চট্টগ্রাম জেলা ও চমেক হাসপাতাল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি