চবিতে সেবাপ্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

9

 

বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) বাস্তবায়নের আলোকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার ৪র্থ পর্ব গত ২৪ মে চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশ রুমে অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মশালার উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চবি পদার্থবিদ্যা বিভাগের প্রফেসর ও সিটিজেনস চার্টার কমিটির ফোকাল পয়েন্ট ড. শ্যামল রঞ্জন চক্রবর্তী এবং চবি লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মোঃ আফতাব উদ্দীন। উপাচার্য তাঁর বক্তব্যে কর্মশালায় উপস্থিত সকলকে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, সেবা প্রদান জটিল কোনো বিষয় নয়; আমরা সকলে স্ব-স্ব দায়িত্বের বিষয়ে একটু সচেতন হলেই কাঙ্খিত সেবা প্রদান সম্ভব। এ জন্য দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা ও সততাকে কাজে লাগিয়ে অধিকতর দায়িত্বশীল হতে হবে। উপাচার্য আরও বলেন, দ্রæত পরিবর্তনশীল বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে আমাদেরকে আরও দক্ষতা ও যোগ্যতা অর্জন করতে হবে; চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে হবে। বিজ্ঞপ্তি