চবিতে ‘শুদ্ধাচার’ কর্মশালা

15

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টি টিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ‘শুদ্ধাচার’ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা গত ১১ অক্টোবর চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশ রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ আবুল হোসাইনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং চবি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক ড. মো. আফতাব উদ্দীন ও ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চবি ভারপ্রাপ্ত প্রক্টর ড. শহীদুল ইসলাম।
উপাচার্য তাঁর বক্তব্যে কর্মশালায় অংশগ্রহণকারীসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান। ‘শুদ্ধাচার’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কর্মশালা আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, অফিস পরিচালনার ক্ষেত্রে শুদ্ধাচার একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষকরে অফিসের দৈনন্দিন কার্যক্রমে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, আচার-আচরণ, কাজের স্বচ্ছতা, জবাবদিহিতা ইত্যাদি শুদ্ধাচারের অন্তর্ভূক্ত।
কর্মকর্তাদের এ সকল গুণাবলী অর্জনের মাধ্যমে একদিকে যেমন বিশ^বিদ্যালয়ের কার্যক্রম অধিকতর গতিশীল হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পাবে। তিনি প্রশিক্ষণ কর্মশালার সার্বিক সাফল্য কামনা করেন।
কর্মশালায় চবি’র বিভিন্ন অফিস, বিভাগ ও দপ্তরের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।