চন্দনাইশ রশিদিয়া মাদ্রাসার সভা

75

তরিকতের পথ ধরে সঠিক ইসলামের রুপরেখা পাওয়া যায়। তরিকতের মাধ্যমে একজন মুমিন বান্দা আল্লাহ ও রাছুল (স.)এর রেজামন্দি হাছিল করতে পারে। আর তরিকতের অনুসারীরা জিকিরের মাধ্যমে আত্নশুদ্ধি লাভ করে জান্নাতী হওয়ার সৌভাগ্য লাভ করে। গত ৫ জানুয়ারি
চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া শাহ রশিদিয়া রব্বানিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত বার্ষিক সভায় রক্তারা একথা বলেন। মাদ্রসার প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মুহাম্মদ আবদুল হালিম রশিদীর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, মাহফিলে মেহমান ছিলেন,দরবারে গারাংগিয়ার পীর মাওলানা হাফেজ মাহমুদুল হাসান রশিদী সিদ্দিকী ও মমতাজুল ইসলাম রশিদী ছিদ্দিকী,তকরির করেন,চুনতি হাকিমিয়া আলীয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ আলম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.নিজামুদ্দিন, মাওলানা আশরফ আলী গাজি, ইউছুফ বিন নুরী, আকতার হোছাইন, আবদুল জলিল, শাহ আবদুল মালেক, শাহ মহিউদ্দিন, ছরওয়ার কামাল, শফিক আহমদ নঈমী, মুজিবুর রহমান প্রমুখ। মাহফিলে ৮ জন শিক্ষার্থীকে হাফেজে কোরআন হিসাবে দস্তারবন্দি প্রদান ও নতুন করে ৫ জন কে দরবারের পীর ছাহেব হতে খেলাফত প্রদান করা হয়।