চন্দনাইশ ফাতেমা জিন্নাহ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

34

চন্দনাইশ উপজেলা সদরস্থ ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ প্রধান শিক্ষক ওসমান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গত ১২ জানুয়ারি দুপুরে বিদ্যালয় মিলনায়তনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য মাহফুজ মিয়া, স্বাগত বক্তব্য রাখেন সহকারি প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া। শিক্ষক শ্যামল ভট্টাচায্যের সঞ্চালনায়র্ আলোচনায় অংশ নেন, শিক্ষক যথাক্রমে বিলাস বড়ুয়া, রুপন কান্তি দে, অভিভাবক যথাক্রমে ফাতেমা বেগম, সাবিনা ইয়াসমিন, শরমিন আকতার, শিক্ষার্থী কানিজ ফাতেমা মনি ও শাহরিয়া আলম নিপা প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, শিক্ষার্থীদের জীবন গঠনের জন্য সুশিক্ষার বিকল্প নেই। প্রকৃত জ্ঞান অর্জনের জন্য শিক্ষক, অভিভাবক ও গুরুজনদের আদেশ-উপদেশ মেনে চলার উপর গুরুত্বারোপ করা হয়। দেশের অর্ধেকাংশ নারী। তাই নারীরা শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে। সরকার নারী শিক্ষাকে গুরুত্ব দিয়ে উপবৃত্তি, বিনামূল্যে বই বিতরণ, শিক্ষকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে চলেছেন।