চন্দনাইশ ছাত্র সমিতির সভা

8

চন্দনাইশ ছাত্র সমিতি-চট্টগ্রাম’র উদ্যোগে কীর্তিমান ব্যক্তিত্ব কেএম শিহাবউদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণসভা গত ১৫ এপ্রিল অনুষ্ঠিত হয়।
চন্দনাইশ ছাত্র সমিতির সিনিয়র সহ সভাপতি বোরহান উদ্দিন গিফারির সভাপতিত্বে ও সহ সভাপতি তানভির আহমেদ সিদ্দিকির সঞ্চালনায় অতিথি আলোচক ছিলেন চট্টগ্রাম ওয়াসা’র চেয়ারম্যান, ইউএসটিসি’র উপাচার্য প্রকৌশলী প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ও ইব্রাহিম মেডিকেল কলেজের প্রাক্তন প্রিন্সিপ্যাল ডা. কে এম ফরিদ উদ্দিন, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ জুনু, ব্রাক ইউনিভার্সিটির এসোসিয়েট প্রফেসর ড. সারাহ তাসনিম শিহাবুদ্দিন, মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হক, বঙ্গবন্ধু স্কোয়াড এর চেয়ারম্যান আমিনুল ইসলাম কাইছার, কানাইমাদারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি বেলাল হোসেন মিন্টু, এসডিজি ইয়ুথ ফোরাম’র সভাপতি নোমান উল্লাহ বাহার, চন্দনাইশ ছাত্র সমিতির সহ সভাপতি একেএম নাইম উদ্দিন সায়েম, জাহেদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আসিফুল ইসলাম খান, তৌফিক আলম জোহাদী, দপ্তর সম্পাদক আবদুর রহমান রবিন, আল-শাহরিয়া রাফি, মোহাম্মদ আব্দুল হাফেজ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বৈশ্বিক জনমত সৃষ্টিতে কেএম শিহাব উদ্দিন এর অবদান অনস্বীকার্য। শিহাব উদ্দিনের সততা, ত্যাগ, দূরদর্শিতা ও কর্মনৈপুণ্যতা নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। কেএম শিহাব উদ্দিন খ্যাতিমান কূটনীতিক হওয়া সত্বেও এলাকার মানুষের প্রতি দরদ ছিল এবং গ্রামের উন্নয়নেও ইতিবাচক ভূমিকা রেখেছিলেন। বিজ্ঞপ্তি