চন্দনাইশ খাল খনন পরিদর্শনে যুগ্ম সচিব ইসরাত রেজা

45

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ১১ কি.মি. খাল পুনঃখনন কাজ পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ইসরাত রেজা। গত ১৯ মে উপজেলার বিভিন্ন এলাকায় সরেজমিনে লেম্মনী খাল ২ কি.মি. যতখাল ৫ কি.মি, গুল্ল্যাছড়ি খাল ২ কি. মি, চুল্ল্যার খাল ২ কি.মি. পরিদর্শন করেন তিনি। এসময় তার সাথে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, বিএডিসি চট্টগ্রাম রেঞ্জের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, সহকারী প্রকৌশলী হোছাইন মো. ফাহাদ, উপজেলা উপ-সহকারী প্রকৌশলী আজমানুর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক নবাব আলী, স্কীম ম্যানেজার মো. আবুল কাশেম প্রমুখ।
যুগ্ম সচিব ইসরাত রেজা বলেছেন, কৃষক ও কৃষির সুবিধার্থে প্রয়োজনে আরও প্রকল্প দেয়া হবে। যেসব এলাকায় সেচ প্রকল্প নেই ঐসব এলাকায় পানির উৎস খুঁজে সেচ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের উপযোগী করে গড়ে তোলা নির্দেশ দেন তিনি। বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার হিসেবে দেশের কৃষকদের সুবিধার্থে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করছেন। দেশের একখন্ড জমিও অনাবাদী থাকবে না।