চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের জাহানারা ইমাম স্মরণসভা

72

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতা, সাহসিকা জননী, বিশিষ্ট লেখিকা শহীদ জননী জাহানারা ইমামের ২৫তম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা সভা ২৭ জুন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশের সভাপতিত্বে নগরীর কদম মোবারক এম,ওয়াই উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে আলোচক ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সদস্য রাজনীতিবিদ আলহাজ্ব আ.ম.ম. হায়দার আলী চৌধুরী, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, লেখক মোঃ কামাল উদ্দীন। সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা জাসদের সভাপতি মুক্তিযোদ্ধা ভানুরঞ্জন চক্রবর্তী, মুক্তিযোদ্ধা এম.এ.সালাম, নাট্যজন সজল কান্তি চৌধুরী, অধ্যাপক জিতেন্দ্র লাল বড়ুয়া, রাজনীতিবিদ জসিম উদ্দীন চৌধুরী, শিক্ষক অজিত কুমার শীল, বিজয় শংকর চৌধুরী, বিজয় ৭১ এর প্রতিষ্ঠাতা ডাঃ আর.কে.রুবেল, নারীনেত্রী সৈয়দা শাহানা আরা বেগম, আবৃত্তিশিল্পী শবনম ফেরদৌসী, সংগঠক আসিফ ইকবাল, সংগীতশিল্পী নারায়ন কান্তি দাশ, সংগঠক কামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিণজেলা কৃষকলীগনেতা আবুল হোসেন শুভ, আবদুস সবুর, সালাউদ্দীন লিটন, মোরশেদ চৌধুরী বাহাদুর, রতন ঘোষ, মোঃ জনি, চট্টগ্রাম দক্ষিণজেলা ছাত্রলীগের উপ গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ শাহাবুদ্দীন, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, ছাত্রলীগনেতা শাহরিয়ার সাজ্জাদ, মোঃ বোরহান প্রমুখ। সভায় বক্তারা বলেন বাংলাদেশের প্রেক্ষিতে তার কর্মকান্ড বিস্তৃত হলেও দেশ কালের সীমা অতিক্রম করে তার সাম্রাজ্য বিরোধী লড়াই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী একাত্তরের ঘাতক দালাল ও পাক হানাদার বাহিনীর সাহায্যকারী শক্তির বিরুদ্ধে তার আপোষহীন সংগ্রাম এক অবিস্মরণীয় ব্যক্তিত্বের ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠা করেছে জাহানারা ইমামের নেতৃত্বে একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর সহযোগী ঘাতক দালাল যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে যে গণসংগ্রাম হয়েছিল তার ফলে দেশ আজ আবার একটি গণতান্ত্রিক, ধর্মনিরেপেক্ষতা পরিকাঠামোর ভেতরে নিজেকে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। বিজ্ঞপ্তি