চট্টগ্রাম বন্দর কলেজে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন

21

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বন্দর কলেজে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধনী অনুষ্ঠান গত ২০ সেপ্টেম্বর কলেজ কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন করেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও কলেজ নির্বাহী কমিটির সভাপতি রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন যুগ্মসচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম, চবক সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও চবক সচিব মো. ওমর ফারুক। চট্টগ্রাম বন্দর কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম চৌধুরীর সভাপতিত্বে ও শিক্ষক পরিষদের সম্পাদক আহমদ ইমরানুল আজিজের সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মিতালী পালিত, পার্সোনেল অফিসার মো. নাহিদ মোস্তফা, বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোখলেসুর রহমান, চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নায়েবুল ইসলাম ফটিক প্রমুখ।
এসময় চবক চেয়ারম্যান বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ চর্চা, জীবনী অধ্যয়ন, ধারণ ও অনুশীলন আমাদের জাতীয় চেতনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাঁর আদর্শকে ব্যাপক জানা প্রয়োজন। শিক্ষার্থীসহ সবাইকে জাতির পিতার ওপর চর্চা বৃদ্ধি করে সুখি, সমৃদ্ধ, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করার আহবান জানান তিনি। শেষে দোয়া ও মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি