চট্টগ্রাম কোস্টার হেজ শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ

5

 

চট্টগ্রাম চেম্বার ভবন প্রাঙ্গণে গতকাল বেলা ১১টায় চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ, সড়ক অবরোধ এবং চেম্বার সভাপতি মাহবুবুল আলম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন স্মারকলিপি গ্রহণ করেন। উল্লেখ্য, চট্টগ্রাম কোস্টার হেড ঠিকাদার শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম বন্দরে জেটির ওভারসাইট, বর্হিনোঙ্গরে মূল জাহাজ হতে কোস্টার, লাইটার জাহাজ, ট্রলার, বার্জ ও বোট ইত্যাদিতে মালামাল বোঝাই এবং খালাসের কাজ করেন। দীর্ঘদিন চট্টগ্রাম কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের কাজটি দখল আছে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটি চক্রের হাতে। তাদের কবল থেকে কোস্টার হেজকে মুক্ত করে বৈধ শ্রমিক দিয়ে গ্যাং বুকিং দেওয়ার দাবিতে চট্টগ্রাম চেম্বার ঘেরাও কর্মসূচি পালন করেন শ্রমিক নেতৃবৃন্দ। দীর্ঘদিন বিভিন্ন দাবি-দাওয়া জানিয়ে আসছেন কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়ন। কিন্তু বন্দর কেন্দ্রিক মাফিয়া চক্র কালক্ষেপণ করে দীর্ঘসূত্রতার সৃষ্টি করে। চেম্বার পরিচালক অহিদ সিরাজ স্বপন শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে বৈঠকের আশ্বাস দেন। এর পরিপ্রেক্ষিতে শ্রমিকরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন।
সংগঠনের সহ-সভাপতি ইদ্রিস কেরানীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন কোস্টার হেজ ঠিকাদার শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. এরশাদুর রহমান চৌধুরী, সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর নাতি তাজভীরুল হায়দার চৌধুরী, এড. জোবাঈদা সরওয়ার চৌধুরী নিপা, আব্দুল কাদের সুজন, ভারপ্রাপ্ত সভাপতি নুরুজ্জামান জনি, ওহিদুল আনোয়ার আরমান, সাহেদ আলম, মো. জয়নাল, মো. হারুন, মো. শাহজাহান, মো. কামাল, মো. আবুল কাশেম, মো. রাশেদ, মো. আমজাদ, মো. খায়রুল, মো. নোমান, মো. ইউসুফ, মো. জিয়াউল বাবুল, মো. মানিক প্রমুখ। বিজ্ঞপ্তি