চট্টগ্রাম কলেজ রসায়ন বিভাগে সেমিনার

10

চট্টগ্রাম কলেজের রসায়ন বিভাগে দুটি সেমিনার অনুষ্ঠিত হয় গত ২৬ জুন রবিবার। সেমিনারগুলিতে সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. কনক কুমার বড়–য়া। প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী এবং বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়–য়া। স্বাগত বক্তব্য দেন রসায়ন বিভাগের সেমিনার কমিটির আহŸায়ক ড. মোহাম্মদ রেয়াজুল হক।
‘লার্ভিসাইডাল ইফেক্টস অভ অ্যাকুয়াস এক্সট্র্যাক্টস অভ সাম পটেনশিয়াল মেডিসিনাল প্ল্যান্টস এগেইন্টস মসকিউটো লার্ভা’ বিষয়ে প্রথম সেমিনানারটি উপস্থাপন করে রসায়ন বিভাগে এমএসসি শেষ পর্বের শিক্ষার্থী এবিএম সাহাব উদ্দিন এবং ‘বায়োফুয়েল এন্ড বায়োফার্টিলাইজার প্রডাকশন ফ্রম মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট’ বিষয়ে দ্বিতীয় সেমিনারটি উপস্থাপন করেন আশরাফুল আবেদাীন চৌধুরী। বিজ্ঞপ্তি