চট্টগ্রামে ভয়ঙ্কর হয়ে উঠছে ডেঙ্গু

14

নিজস্ব প্রতিবেদক

ঢাকার পরই দেশের মধ্যে কক্সবাজারে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। আক্রান্তদের অধিকাংশের বয়স ২০ বছরের বেশি বলেও জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে চট্টগ্রামেও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ৬১ জন ভর্তি হয়েছেন। এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৬১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে চলতি বছর মোট ১ হাজার ৩৩২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ৩০ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গত সেপ্টেম্বর মাসে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬০১ জন। আর চলতি মাসের আজকে (বৃহস্পতিবার) পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫১৭ জন। মোট ডেঙ্গু রোগীর মধ্যে মহানগরে রয়েছেন ৯৫৭ জন। বাকিরা বিভিন্ন উপজেলার। সবচেয়ে বেশি ১০০ জন আক্রান্ত হয়েছেন সীতাকুÐ উপজেলায়, এরপর কর্ণফুলী এলাকায় ৫৩ জন।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে গেছে। বৃহস্পতিবার (গতকাল) দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬১ জন। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১১ জন মারা গেছেন। গতকাল (বুধবার) চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ৫৯ জন।
এদিকে গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল বলেন, হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি ৪৮ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া তিন থেকে ছয় দিনের মধ্যে ১৮ জন, ছয় থেকে নয় দিনের মধ্যে ছয়জন এবং ৯-৩০ দিনের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে বেশি আক্রান্ত ২০ বছরের বেশি বয়সীরা।
মৃত্যু বেশি ৪০-৫০ বছরের মধ্যে। বেশি মারা যাচ্ছেন ঢাকার বাইরে। হাসপাতালে ভর্তির তিন দিনের মধ্যে সবচেয়ে বেশি রোগী মারা যাচ্ছেন। এছাড়া রোগীদের চিকিৎসা দিতে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশনাও দেন তিনি।