চট্টগ্রামে প্রেস ক্লাবে প্রবাসী ব্যবসায়ী এটিএম মাসুদ খানের মতবিনিময়

4

প্রবাসী ব্যবসায়ী এটিএম মাসুদ খান বলেছেন, ছাত্রজীবন থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের হয়ে কাজ করার চেষ্টা করেছি। বর্তমানে প্রবাসে ব্যবসা পরিচালনা করলেও সুযোগ পেলেই দেশমাতৃকার টানে ছুটে আসি। দেশের অর্থনীতিকে সচল রাখতে বর্তমান সরকারের নানা সময়ে গৃহীত পদক্ষেপ প্রশংসনীয়। বিদেশের মাটিতে দেশের উন্নয়নের কথা যখন শুনি তখন গর্বে বুক ভরে উঠে।
তিনি বলেন, চট্টগ্রামবাসী সবসময় দেশের যেকোনো প্রয়োজনে ঝাঁপিয়ে পড়তে কার্পণ্য করেন না। এছাড়া দেশের ও জাতির নানা ক্রান্তিকালে ব্যবসায়ীদের পাশাপাশি এখানকার সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।
৪ আগস্ট দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে প্রবাসী ব্যবসায়ী এটিএম মাসুদ খান এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস।
প্রেস ক্লাব সভাপতি বলেন, দেশের মুক্তিযুদ্ধের সপক্ষের অন্যতম শক্তি হিসেবে চট্টগ্রাম প্রেস ক্লাবের বেশ সুনাম রয়েছে। সকল নিয়ম-নীতি মেনে গঠনতান্ত্রিকভাবে এই প্রেস ক্লাব পরিচালিত হয়। প্রেস ক্লাবের গঠনমূলক কর্মকাÐের সাথে আগামীতে সম্পৃক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করায় প্রবাসী ব্যবসায়ী এটি এম মাসুদ খানকে প্রেস ক্লাব সভাপতি ধন্যবাদ জানান।
সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ। যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় ধন্যবাদ জ্ঞাপন করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা। শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ। অনুষ্ঠানে অতিথিকে প্রেস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসময় প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার এবং দেবদুলাল ভৌমিক, দৈনিক নয়াবাংলার সম্পাদক জেড এম এনায়েতউল্লাহ, ক্লাবের স্থায়ী সদস্য একেএম কামরুল ইসলাম চৌধুরী, রনজিত কুমার দে, গোলাম সরওয়ার, জামালুদ্দীন ইউছুফ, দেব প্রসাদ দাস, মাহবুব উর রহমান, মাখন লাল সরকার, সিরাজুল করিম মানিক, বিপুল বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, কামাল উদ্দিন খোকন, মান্নান মেহেদী, আবুল হাসনাত, মিয়া মোহাম্মদ আরিফ, সাইদুল আজাদ, অমিত বড়ুয়া, সোহেল রানা, মোহাম্মদ ফরিদ উদ্দিন, সুবল বড়ুয়াসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।