চট্টগ্রামের ১৫ কর্মকর্তা পাচ্ছেন পুলিশ পদক

81

এবার চট্টগ্রাম থেকে ১৫ জন পুলিশ কর্মকর্তা বিপিএম-পিপিএম পেয়েছেন। এর মধ্যে দুইজন পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম)। এ ছাড়া চারজন পেয়েছেন বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম-সেবা)। পাঁচজন পেয়েছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম)। চারজন পেয়েছেন প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম-সেবা)।
বিপিএম পেয়েছেন স›দ্বীপ থানার ওসি মো. শাহজাহান ও আসামি ধরতে গিয়ে গুরুতর আহত হওয়া কোতোয়ালী থানার কনস্টেবল রাসেল।
বিপিএম-সেবা পেয়েছেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা ও সিএমপির উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদী হাসান।
পিপিএম পেয়েছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (ডিবি-পশ্চিম) এএএম হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার (সীতাকুন্ড সার্কেল) শম্পা রানী সাহা, সিএমপির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মদ মইনুল ইসলাম, নগরের পাহাড়তলী থানার ওসি সদীপ কুমার দাশ ও পাঁচলাইশ থানার এএসআই আবদুল মালেক।
পিপিএম-সেবা পেয়েছেন সিএমপির উপ-কমিশনার (বন্দর) হামিদুল ইসলাম, সিএমপির উপ-কমিশনার (উত্তর) বিজয়, সিএমপির উপ-কমিশনার (পশ্চিম) ফারুক উল হক ও সদরঘাট থানার ওসি নেজাম উদ্দীন।