চউক চেয়ারম্যানের সঙ্গে মারুবেনী প্রতিনিধিদের সাক্ষাৎ

0
চউক চেয়ারম্যানের সঙ্গে  মারুবেনী প্রতিনিধিদের সাক্ষাৎ

জাপানের বিখ্যাত মারুবেনী করপোরেশন এর ঢাকাস্থ কান্ট্রি ম্যানেজার মি. হিকারী কাউয়াই এনং ও সফর সঙ্গী মি. কিজিমা তাইসি চউক চেয়ারম্যান এম. জহিরুল আলম দোভাষ এর সঙ্গে গতকাল বিকেলে সাক্ষাত করেন। এ সময় একে খান গ্রুপের সালাউদ্দিন কাশেম খান সহ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মারুবেনী করপোরেশনের প্রতিনিধিদের সামনে চউকের বিভিন্ন চলমান এবং প্রস্তাবিত প্রকল্পসমূহ উপস্থাপন করা হয়। মারুবেনী করপোরেশন এর পক্ষে মি. হিকারী বলেন, জাপানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক, সাংস্কৃতিক এবং উন্নয়ন সহযোগিতামূলক কাজের উদাহরণ রয়েছে।
আমরা বিশ্বাস করি, বাংলাদশ উন্নয়নশীল দেশের মর্যাদা লাভের সঙ্গে সঙ্গে অনেক উন্নয়নমূলক কর্মকাÐ সম্পাদিত হবে। যেখানে জাপানের দিক থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে। ভবিষ্যতে জাপান বাংলাদেশের শ্রেষ্ঠ বিনিয়োগ সহযোগী হিসেবে কাজ করতে সমর্থ হবে বলে আমরা বিশ্বাস করি।
সভায় চউক সচিব মো. আনোয়ার পাশা, প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. শাহিনুল ইসলাম খান সহ প্রকৌশল এবং পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি