ঘাট-গুদাম শ্রমিকদের স্বার্থ রক্ষায় সহযোগিতা থাকবে

60

চট্টগ্রাম চেম্বার কর্তৃক সম্পাদিত চুক্তি নামা বাস্তবায়নে ঘাট কন্ট্রাক্টর এসোশিয়েশন,ঘাট ও গুদাম শ্রমিকলীগ সমন্বয়ে সমঝোতার ভিত্তিতে শ্রমিক ও কন্ট্রাক্টদের স্বার্থ রক্ষায় উভয়কে একযোগে কাজ করার আহবান জানালেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন ঐতিহ্যবাহী সংগঠন ঘাট ও গুদাম শ্রমিক লীগ এদেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এই ধারাবাহিকতা বজায় রেখে সংগঠনের সুনাম ও সুখ্যাতি ধরে রাখতে হবে। মেয়র বলেন ঘাট ও গুদাম শ্রমিকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করতে আমি প্রস্তুত। গতকাল শুক্রবার সকালে বাংলা বাজারস্থ চাঁদ বালি ঘাট চত্বরে বাংলা বাজার ঘাট ও গুদাম শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। ঘাট ও গুদাম শ্রমীক লীগের সভাপতি ইদ্রিস হাওলাদারের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ এয়ার উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঘাট মালিক ও মরহুম আমির হোসেন দোভাষের পুত্রদ্বয় নবী দোভাষ ও ইকবাল দোভাষ, জাতীয় শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফর আলী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. ইসহাক, চট্টগ্রাম মহানগর শ্রমিকলীগের সভাপতি বখতেয়ার উদ্দিন খান, কাউন্সিলর আবদুল কাদের, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, কোষ্টারেজ শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আলমগীর, সাধারন সম্পাদক মহিউদ্দিন কবির, ঘাট ও গুদাম শ্রমিক লীগের সহ সভাপতি মিঠুন শেখ, যুগ্ম সম্পাদক মুনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জুয়েল,সদস্য লোকমান,সাবেক ছাত্রনেতা দিদারুল আলম, মিন্টু প্রমুখ। খবর বিজ্ঞপ্তির