গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতির বৈজ্ঞানিক সেমিনার

216

বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি চট্টগ্রাম জেলার মতবিনিময় সভা ও ডেঙ্গু রোগ প্রতিকারে প্রাথমিক চিকিৎসকের ভূমিকা র্শীষক বৈজ্ঞানিক সেমিনার গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে সংগঠনের কেন্দ্রিয় কমিটির সভাপতি গ্রাম ডা: রবিউল করিম এর সভাপত্বিতে মেডিকেল সেন্টার হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রমের সিভিল সার্জন ডা: সেখ ফজলে রাব্বি বলেন “শিশু ও মাতৃ-মৃত্যু হার, ডায়রিয়া এবং বিভিন্ন সংক্রামক রোগ নিয়ন্ত্রনে গ্রাম ডাক্তারদের যথেষ্ঠ ভূমিকা রয়েছে। মাতৃমৃত্যুর হার কমাতে ও ডেঙ্গু রোগ প্রতিকারে প্রথমিক চিকিৎসকগন সক্রিয় ভূমিকা রাখতে হবে”। উদ্বোধক মেডিকেল সেন্টার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: মো: মনিরুজ্জামান বলেন “ বিশ্বের আধুনিক সাস্থ্যসেবার মানের সাথে সম্পকর্ রেখে আমাদের স্বাস্থ্যসেবার মান অনেক বেরেছে। এ সেবা প্রত্যন্ত অঞ্চলে পৌঁেছদেয়ার দ্বায়িত্ব প্রাথমিক চিকিৎসক গনের। তাদের রেফার করা অনেক রোগী যথা সময়ে হাসপাতালে আসার কারণে তারা জীবন ফিরে পাচ্ছেন।” অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক প্রফেসর ডা: এ এ এম রাইহান উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন বিশেষজ্ঞ সিকিৎসক ডা: এ এম সাহেদ পারভেজ খান, বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমবায় সমিতি কেন্দ্রিয় কমিটির সাধারন সম্পাদক ডা: রতন কুমার নাথ, চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি গ্রাম ডা: সাধন চন্দ্র নাথ, ডা. সুভাষ ভট্টাচার্য্য, ডা: অসিম দাশগুপ্ত, ডা: কিশোর লাল কুরি, ডা. মো. ইয়াছিন আরাফাত, ডা: অনুপ কুমার নন্দী, ডা: মিলন শীল, ডা: স্বপন কুমার বিশ্বাস. ডা: দিলীপ কুমার সেন, ডা: বিপ্লব দাশ, ডা. হাবিবুর রহমান, ডা: স্বপন মিত্র, ডা. অবনী মোহন দাশ, ডা. বিভূতি ভোষন চৌধুরী, ডা. পুস্প রাণী চৌধুরী, ডা. সপ্না রানী দে, ডা: প্রদীপ কান্তি দে প্রমুখ। বিজ্ঞপ্তি