গ্রামাঞ্চলে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছাতে কাজ করছে সরকার : হুইপ সামশুল

14

এবি ব্যাংক লিমিটেড কাশিয়াইশ-নয়াহাট পটিয়া আউটলেটের শুভ উদ্বোধন ও গ্রাহক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও পটিয়ার সংসদ সদস্য সামশুল হক চৌধুরী। তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষের মাঝে ডিজিটাল ব্যাংকিং সেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার। গ্রামাঞ্চলে ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ায় শিক্ষিত ছেলে-মেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য বিজন চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক নুর রশিদ চৌধুরী এজাজ, আশিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম.এ হাশেম, কাশিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহির আহমদ চৌধুরী, এবি ব্যাংক লি. এস.পি.ও কৌশিক দাশ গুপ্ত, জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী ফারহানা আফরীন জিনিয়া। এবি ব্যাংক কাশিয়াইশ নয়াহাট আউটলেট ও চট্টগ্রাম আইটি ভিলেজের পরিচালক ফরহাদুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আউটলেট পরিচালক মোহাম্মদ সেলিম মাস্টার, দেলোয়ার হোসেন খান, মরিয়ম খানম, ব্যবসায়ী জমির উদ্দিন, জসিম উদ্দিন, আবদুল আজিজ, পেয়ারু খান, এসকান্দর আলী, প্রভাকর বড়ুয়া, আরাফাত শাকিল, রেজাউল করি মুন্না, নোমান চৌধুরী, আরেফা আক্তার, জুমুর আক্তার, রীমা আক্তার, আরমান খান, হেলাল, নাদিয়া আক্তার, মীম আক্তার, শফিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পটিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীকে এবি ব্যাংক পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সমাজসেবায় বিশেষ অবদান রাখায় আবদুল আজিজকে সম্মাননা প্রদান করা হয়। সেরা গ্রাহক হিসেবে মো. ইউনুছ, বাদল চৌধুরী সহ ১১ জন গ্রাহককে পুরস্কৃত করা হয়। বিজ্ঞপ্তি