গোলাপি জমিন এবারও ভাবনার উপন্যাসের ‘নায়ক’ নারী

114

গেল দুই বছরের ধারাবাহিকতায় এবারও প্রকাশ হচ্ছে আশনা হাবিব ভাবনার উপন্যাস। নাম রেখেছেন ‘গোলাপি জমিন’। নামটি চূড়ান্ত করেছেন বৃহস্পতিবার, জানালেন এই অভিনেত্রী। তিনি বললেন, ‘লেখাটা বৃহস্পতিবার রাতেই শেষ করবো। একেবারের শেষের দিকে আছি। তবে নামটা চূড়ান্ত করে প্রচ্ছদ অলংকরণের জন্য দিয়েছি সব্যদার (সব্যসাচী হাজরা) কাছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে সব চূড়ান্ত করে ফেলবো।’ উপন্যাসটি প্রকাশ হচ্ছে তাম্রলিপি প্রকাশনী থেকে। ভাবনার আগের দুই উপন্যাসের মতো এবারও তার গল্পের মূল নায়ক একজন নারী। যে চরিত্রটি পুরাতন ঢাকার একটি মেয়েকে ঘিরে আবর্তিত হয়। যার বিয়ে হয়ে যায় এক প্রবাসীর সঙ্গে। শুরু হয় সন্তান-সংসার নিয়ে সেই নারীর জীবন-সংগ্রাম। ‘গোলাপি জমিন’ প্রসঙ্গে ভাবনা বলেন, ‘আমি চেষ্টা করি প্রত্যেকটা লেখার মধ্যে পাঠকদের কিছু না কিছু বার্তা দেওয়ার। আমার লেখার মাধ্যমে কাউকে যদি ইন্সপায়ার করা যায়, সেটাই সার্থকতা। আমি যখন অভিনয় করি, সেটা মূলত নাট্যকার ও নির্দেশকের চরিত্র ধরে এগুতে হয়। যেখানে আমার নিজের কিছু বলার সুযোগ থাকে না। যখন লেখালেখি করি, সেখানে আমার যা কিছু বলার, সেটা ফুটিয়ে তোলার চেষ্টা করি। মানে উপন্যাস হলো আমার নিজের ভাবনাগুলোকে পাঠকদের সঙ্গে শেয়ার করা।’