গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে স্বাধীনতাবিরোধীরা

39

“গুজব শুধুই গুজব, পদ্মা সেতুসহ দেশ ও বিদেশে যত বড় বড় সেতু ও ব্রিজ নির্মীত হয়েছে, কোন ব্রিজের জন্য মানুষের মাথা লাগবে এটা রাষ্ট্রের বিরুদ্ধে গুজব। তবে রাষ্ট্রের উন্নয়নের কারিগর ইঞ্জিনিয়ারদের মাথার বুদ্ধি লাগবে সেতুতে।” শনিবার বিকালে ছেলেধরা, গণপিটুনি, জঙ্গি ও মাদক প্রতিরোধে সীতাকুÐস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে মডেল থানা ও কমিউনিটি পুলিশিং মহা-সমাবেশে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনার সভাপতিত্বে উপরোক্ত কথা গুলো বলেন অনুষ্ঠানের গেস্ট অব অনার প্রবাসি কল্যান ও কর্মসংস্থান মন্ত্রনালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ দিদারুল আলম এমপি।
তিনি আরো বলেন, দেশ আজ উন্নয়নের মহা সাগরে, এই উন্নয়ন কোন ষড়যন্ত্র দাবিয়ে রাখতে পারবে, তাই কয়েকদিন পর পর একেক গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে স্বাধীনতাবিরোধীরা। তাই আমাদের সতর্ক হয়ে মোকাবিলা করতে হবে। বিশেষ করে মসজিদের ইমাম সাহেবদের ভুমিকা খুবই গুরুত্বপূর্ন। চট্টগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার(সীতাকুÐ সার্কেল) শর্ম্পা রানী সাহা পরিচালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক। তিনি বলেন, ২০৪১ সাল লাগবে না, ২০৩০ সালের মধ্যে দেশ উন্নয়নশীল দেশে রুপান্তরিত হবে, দেশের এই অর্জন বাঁধাগ্রস্ত করতে এই ছেলে ধরা গুজব, ইতিমধ্যে এই গুজবের সাথে জড়িত থাকার অভিযোগে আমরা ফেসবুক, টুইটার ও কয়েকটি অনলাইন মাধ্যম বন্ধ করে দিয়েছি এবং সুনিদিষ্ট ব্যাক্তিকে সনাক্ত করেছি। কেউ পার পাবে না, গুজব যে রটাবে তাকে আইনের আওতায় আনা হবে। গুজব রটনাকারি দেশ ও দশের শক্র। ছেলে ধরা গুজব, গণপিটুনি, তিন দিন বিদ্যুৎ থাকবে না এসব গুজব ছড়িয়ে কেউ রেহায় পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর নির্দেশে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশ বাহিনী যুদ্ধ ঘোষনা করেছেন। যা চলমান রয়েছে। আপনারাও সজাগ থাকবেন, কারণ দেশের ষড়যন্ত্রকারিরা সব সময় দেশের শান্তি বিশৃঙ্গলা করতে প্রস্তত রয়েছে। সবাই মিলে এসব রাষ্ট্রবিরোধীদের অপপ্রচার বন্ধ করতে হবে এবং তাদেরকে আইনের আওতায় আনা হবে। চলতি ২৫ জুলাই থেকে আগামী ৩০ জুলাই পর্যন্ত এসকল অপ-প্রচারের বিরুদ্ধে কমিউনিটি পুলিশিং সমাবেশ চলমান থাকবে বলেও তিনি জানান। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর জোন) মশিউদ্দৌলা রেজা, অফিসার ইনচার্জ সীতাকুÐ মডেল থানা মো. দেলওয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবদুল মজিব ওসমানী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইছহাক, পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম, উপজেলা কমান্ডার মো. আলিম উল্ল্যাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান পুরুষ ও কমিউনিটি পুলিশের সভাপতি মো. আলাউদ্দিন সাবেরি, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জুলি, ইউপি চেয়ারম্যান যত্রাক্রমে সৈয়দপুর তাজুল ইসলাম নিজামী, বারৈয়াঢালা রেহান উদ্দিন রেহান, মুরাদপুর জাহেদ হোসেন নিজামী, বাড়বকুন্ড সাদাকাত উল্ল্যা মিয়াজি, বাঁশবাড়ীয়া শওকত আলী জাহাঙ্গীর, সোনাইছড়ি মনির আহাম্মেদ, ভাটিয়ারি মো. নাজিম উদ্দিনসহ প্রমুখ। বিজ্ঞপ্তি