গাণিতিক বিশ্লেষণে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উদ্ভাবন হয়েছে

31

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় গণিত অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে বক্তারা বলেছেন, গণিত এমন এক বিষয়, যা বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ। তাঁরা বলেন, বিজ্ঞানের সূত্রগুলোকে গণিতের সাহায্যে প্রকাশ করে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক উদ্ভাবন সম্ভব হয়েছে। অদূর ভবিষ্যতে আমাদের শিক্ষার্থীরা গণিতের দক্ষতা প্রয়োগ করে বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষে আন্তর্জাতিক পর্যায়ে তাদের গুরুত্ব বাড়াতে সক্ষম হবে। গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল ইসলাম। দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক রাশেদ রউফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এস এম শাহনূর, চবি গণিত বিভাগের প্রফেসর মোহাম্মদ আমানউল্লাহ, সরকারি সিটি কলেজের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আমিরুল মোস্তফা, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব, চট্টগ্রাম কলেজের গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ হাসানুল ইসলাম, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি অধ্যক্ষ মো. মাজহারুল হক, সংগঠক লেখক মুহাম্মদ মহসীন চৌধুরী, শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত জ্যেষ্ঠ তথ্য অফিসার মো.আজিজুল হক নিউটন, চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের গণিতের বিভাগীয় প্রধান অধ্যাপক শিপন চন্দ্র দেবনাথ, রামু সরকারি কলেজের অধ্যাপক সুপ্রতিম বড়–য়া, আবুল খায়ের গ্রুপের হিউম্যান রিসোর্সের ব্যবস্থাপক ইমরুল কাদের ভুঁইয়া, সিজিএস-এর সিনিয়র শিক্ষক শ্রীবাস চন্দ্র দাস, এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রাবন্ধিক রেজাউল করিম স্বপন প্রমুখ।