গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার মিলাদুন্নবী মাহফিল

3

 

পবিত্র ঈদে মিলাদন্নবী (সা.) উদযাপন উপলক্ষে গাউসিয়া কমিটি সিমেন্ট ক্রসিং শাখার আয়োজিত মিলাদ মাহফিল গত শুক্রবার সিমেন্ট ক্রসিং রেলবিট কাঁচা বাজার চত্ত¡রে অনুষ্ঠিত হয়েছে।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সাবেক মুহাদ্দিস মাওলানা আব্দুল আজিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা শাহজাহানপুর গাউসুল আজম রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মোস্তফা রহিম আযহারী। প্রধান বক্তা ছিলেন সীতাকুন্ড আলি নগর আব্দুর জলিল জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আজিজ রজভী, বিশেষ অতিথি ছিলেন মাদরাসা এ তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়ার আরবী প্রভাষক মাওলাসা ইউনুস তৈয়বী। বিশেষ বক্তা ছিলেন সিমেন্ট ক্রসিং জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা আনোয়ার ইসলাম আনোয়ারী, মকবুল মিস্ত্রী জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা শফিউল আলম আল কাদেরী, মুহাম্মদ আলী জামে মসজিদের খতিব ও ইমাম সাইফুর রহমান আল কাদেরী। উপস্থিত ছিলেন মুহাম্মদ জামাল উদ্দিন, মুহাম্মদ আকতার (সও), মুহাম্মদ জসিম উদ্দিন (সও.), মুহাম্মদ হারুন (সও.), মুহাম্মদ আহমদুর রহমান, ডা. মুহাম্মদ কামরুল হাসান, মুহাম্মদ বেলাল আহমেদ, মুহাম্মদ শাহজাহান (নান্টু), মুহাম্মদ জিহাদ হুসাইন প্রমুখ। মাহফিলে বক্তারা বলেন, আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সা.) শুধু মুসলমানদের নবী হিসেবে আসেননি। তিনি এসেছেন সারা জাহানের নবী হিসেবে, সৃষ্টি জগতের আশীর্বাদ হিসেবে। তিনি এসেছিলেন রহমাতুল্লি আলামিন হিসেবে। আজকের অশান্ত পৃথিবীর বাস্তবতায় মহানবী (সা.) এর শান্তির আদর্শ আমাদের বেশি বেশি অনুসরণ করতে হবে।