গাউসিয়া কমিটির কোভিড টেস্টসেবা আবারও শুরু

15

আবারও চালু করা হলো গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কোভিড-১৯ বা করোনা স্যাম্পল কালেকশন ও টেস্ট সেবা। সম্প্রতি নগরীর হালিশহর হাউজিং এস্টেটের এ-ব্লকে সরকারী আর্বান ডিস্পেন্সারি সেন্টারে এ কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। এ সময় তাঁকে স্বাগত জানান গাউসিয়া কমিটি বাংলাদেশ’র কেন্দ্রীয় চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, গাউসিয়া কমিটি নিবেদিত করোনা রোগী সেবা ও মৃত কাফন-দাফন কর্মসূচির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এড. মোছাহেব উদ্দিন বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন- কর্মসূচির সদস্য মুহাম্মদ এরশাদ খতিবী, অন্তহীন ফাউন্ডেশন’র প্রজেক্ট লিডার মুহাম্মদ শরফুদ্দিন চৌধুরী কাজল, হালিশহর থানা গাউসিয়া কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ জোবাইদ উদ্দিন টুটুল সহ স্থানীয় নেতৃবৃন্দ ও সেবা গ্রহণকারী জনসাধারণ। এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানে সিটি মেয়রএম. রেজাউল করিম চৌধুরী বলেন, বাংলাদেশে গত বছরের মার্চ মাসে করোনা মহামারী শুরু থেকে গাউসিয়া কমিটির মানবিক সেবা মাইলফলক হয়ে থাকবে। বিশেষত সময়ের সাথে তাল মিলিয়ে গাউসিয়া কমিটির সেবা কর্মসূচি দিশেহারা মানবতাকে মুক্তির পথ দেখাচ্ছে।
তিনি বলেন, করোনায় মৃত ব্যাক্তির লাশ যখন আপন সন্তান-সন্ততি, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশীরা কাফন-দাফন- সৎকারে এগিয়ে আসেনি তখন থেকে জীবনবাজী রেখে গাউসিয়া কমিটির কর্মীরা এ মহৎ কাজে নেমে পড়ে। লাশ কাফন-দাফন ছাড়াও ফ্রি অক্সিজেন সরবরাহ, গরীবদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প-ওষুধ বিতরণ, ফ্রি এম্বুলেন্স সার্ভিসসহ সেবামূলক সকল কর্মসূচি জনগণের স্বার্থে দেশের সরকারি প্রচেষ্টাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে বলে মন্তব্য করে বর্তমানে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের ভয়ংকর পরিস্থিতিতে কোভিড-১৯ সনাক্তকরণে স্যাম্পল কালেকশন ও বিআইটিআইডি দ্বারা ভ্রাম্যমাণ টেস্ট পুনরায় চালুর জন্যে গাউসিয়া কমিটি বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।অনুষ্ঠানের সভাপতির ভাষণে গাউসিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার বলেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ এবং অন্তহীন ফাউন্ডেশনের যৌথ সহায়তায় গত আগস্ট-২০২০ থেকে এ কার্যক্রম ২৮ ফেব্রæয়ারি পর্যন্ত চলমাম রাখা হয়। করোনা টিকা বা ভ্যাক্সিন গ্রহণ শুরু হওয়ায় ১ মার্চ থেকে এই সেবা স্থগিত করার চলিশ দিনের মাথায় দেশে কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে আবারো ভ্রাম্যমাণ গাড়িতে করোনা পরীক্ষার নমূনা সংগ্রহ আবারো শুরু করতে বাধ্য হয়েছে। বিজ্ঞপ্তি