খুলশী-বায়েজিদ যুবলীগের সভায় বক্তারা দেশের মানুষের জন্যই ছুটে এসেছিলেন শেখ হাসিনা

37

 

২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতা আর স্বৈরশাসকের রক্তচক্ষু উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দীন। গতকাল শনিবার বিকালে নগরীর বায়েজিদ থানাধীন রুবি কলোনি এলাকায় খুলশী ও বায়েজিদ থানা যুবলীগ আয়োজিত শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্ববায়ক কমিটির সদস্য আবদুর রহিমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আবু মহিউদ্দীন আরও বলেন, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনা সেদিন বাংলাদেশের গণতন্ত্রকে পুনর্জন্ম করেছিলেন। তারই ধারাবাহিতায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজকের এই উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। প্রধানমন্ত্রীর এই উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যুবলীগের নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
যুবনেতা ইকবাল হাসান বাবুর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর যুবলীগ নেতা গোলাম রসূল নিশান, শরীফ হোসাইন, মহিনউদ্দীন তুষার, সাইফুদ্দীন সাইফ, আশরাফুল ইসলাম, বায়েজিদ থানা যুবলীগ নেতা রিদোয়ান আহমেদ লেদু, আশিকুর রহমান খোকন, মোহাম্মদ ইদ্রিস, কুতুবুল আবেদিন, মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ আলমগীর, মনসুর আলম, বেলাল উদ্দীন, খুলশী থানা যুবলীগ নেতা জসিম উদ্দীন, মনির হোসেন, মনিরুল হক, শাহাদাত রাকিব, ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ সাকিব, মহিউদ্দীন টিপু, জসিম উদ্দীন, মোহাম্মদ রিপন, নুরুল আলম, ইসমাইল, সাদ্দাম, কুদ্দুস প্রমুখ। বিজ্ঞপ্তি