খুটাখালীতে ঝড়ো হাওয়ায় বসতবাড়ি লন্ডভন্ড

14

ঈদগাঁও প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে গত বুধবারের ঝড়ো হাওয়ায় ৫টি বসতঘর সম্পূর্ণ উড়ে গেছে। এ ছাড়াও গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘর হারিয়ে খোলা আকাশের নীচে মানবেতরভাবে বসবাস করছে ইউনিয়নের ৭নং ওয়ার্ড উত্তর ফুলছড়ি কবরস্থান পাহাড় গ্রামের মো. ইদ্রিসের পুত্র দিনমজুর মো. হাসানের পরিবার। তবে এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
আকস্মিক ঝড়ো হাওয়ায় ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের মৃত হাজী ছৈয়দ আহমদের পুত্র জাফর আহমদ, একই এলাকার নুরুল ইসলামের পুত্র নুরুল আমিন, নুরুল হুদা ও মৃত হেফাজত আলীর পুত্র নুরুল ইসলামের ঘরবাড়ি ও গাছ পালার ক্ষতিসাধিত হয়েছে। ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের মো. হাসানের স্ত্রী অন্তঃসত্ত্বা রোকসানা আকতার বলেন, দিনমজুর স্বামীর একমাত্র বসতঘরই ছিল আমার মাথা গোঁজার ঠাই। ঝড়ো হাওয়ায় সেই শেষ সম্বলটিও কেড়ে নিয়ে গেল। সন্তান নিয়ে অতিকষ্টে দিনাতিপাত করছি। এরই মাঝে ঝড়ো বাতাসে শেষ সম্বল বসতঘরটি গুঁড়িয়ে যাওয়ায় সন্তানদের নিয়ে খোলা আকাশের নীচে বসবাস করছি।
ইউনিয়নের উত্তর ফুলছড়ি গ্রামের জাফর আহমদ বলেন, আমার মাথাগোঁজার একমাত্র বসতঘরটি আগে থেকেই নড়েবড়ে ছিল। ঘরের দেয়াল ভেঙ্গে যাওয়ায় ত্রিপল দিয়ে কোন রকম মানবেতরভাবে বসবাস করছি। বুধবারের আকস্মিক ঝড়ো হাওয়ায় ঘরের চালা, ঘেরাবেড়া ও গাছপালা সব লন্ডভন্ড হয়ে যায়। আমার স্ত্রী সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর দিন অতিবাহিত করছি। খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান জানান, উত্তর ফুলছড়িসহ কয়েকটি গ্রামে ঘর বাড়ি ভাঙলেও কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। নির্দিষ্ট ক্ষতির পরিমান বলতে পারছিনা। তবে ক্ষতিগ্রস্তরা আবেদন করলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করবো।