খিতা খরো বাংলাদেশ ?

72

আবদুল হাই

তালেব ভাই কেমন আছেন, অপর প্রান্ত থেকে মোবাইলে উত্তর আসে ভালো আসি আবদুল হাই। আমার কণ্ঠ তাঁর কাছে বেশ পরিচিত। আমার সঙ্গে যথারীতি সালাম ও কুশল বিনিময় করে জানতে চাহেন আমি কোথায় ? বললাম কেন, আমিতো ভাই ডিটেনশনে আছি। রীতিমতো পিলে গা চমকে উঠেছে তালেব ভাইয়ের। তাঁর অভিব্যক্তিতে যতটুকু উপলব্ধী করেছিলাম। কম্পমান স্বরে অবগত হতে চাইলেন কখন থেকে ? আমি বললাম কেন, ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল অবধি। অর্থাৎ করোনা ভাইরাস সমস্যার কারণে গৃহাভ্যন্তরে অবস্থান। তিনি এবার স্বস্থিবোধ করেন এবং বুঝতে পারেন যেকোন অপরাধ কর্মের অভিযোগে আমি অভিযুক্ত হয়ে শ্রীঘরে অবস্থান করছিনা। লেখালেখি বেশ ক’দিন শিকায় তুলে রেখেছিলাম। হঠাৎ স্মার্ট ফোনে একটা ঘটনা ভাইরাল হতে দেখে মন উন্মুক্ত করে হাসার মতো হেসেছি। বেশ উপভোগ করেছি। আমার পাঠককুলে একটু হাস্যরস সৃষ্টি করতে ভাইরাল হওয়া ঘটনাটা উপস্থাপন করছি। ঘটনাটা হচ্ছে এক সিলেট জেলার জেলে ট্যাংরা জাল দিয়ে মাছ ধরতে যাচ্ছে। লোকটি অশিক্ষিত হতদরিদ্র। এমন একটি লোককে পথে পেয়ে Human aid এর NGO এক কর্মচারী লোকটির হাতে একটি ছোট ব্যাগ তুলে দেন. তথায় ২ কেজি চাল ১কেজি ডালের সাহায্যসামগ্রী ছিলো। এবার এনজিও কর্মচারী তার মতো করে চিত্রনাট্য আরম্ভ করে সাহাস্য সামগ্রীর ব্যাগটাসহ রিহারসেল দিতে থাকেন। এনজিওর লোকটা বলেন, চাচা ক্যামরার ল্যান্সের দিকে তাকান, এবার বলুন Human Aid created in Bangladesh, লোকটি কখনও জীবনে বিদ্যালয়ের পশ্চাতে বসে কিঞ্চিৎ বিদ্যা চর্চা করেছে বলে তার কথার ঢং দেখেই আন্দাজ করা গেলো। সিলেটের ভাষায় লোকটি বলে, হুমায়ুন এই খিতা খ্রুন বাংলাদেশ। এনজিও লোকটি আবার একটি একটি বুলি স্পষ্টভাবে তালিম দিতে থাকেন লোকটিও ধীরে ধীরে বুলি আউড়িয়ে বলে হুনুমান একই খ্তিা খরো বাংলাদেশ ? এনজিও কর্মচারী বলেন কি বলেন চাচা ? বলছি Human Aid আর আপনি বলছেন একবার হুমায়ুন এই, আবার বললেন হুনুমান। রীতিমতো পাগল প্রায় হয়ে লোকটিকে নিয়ে এক বিব্রতকর অবস্থায় পতিত হন ভর্ৎসনা করে বললেন এ সামান্য শব্দ আপনি শুদ্ধ করে বলতে পারছেন না, কেমন লোক দেখি আবার চেষ্টা করুন Human Aid , লোকটি বলে, আবার খৈ-তামনি বা হুমানুন এ্যাইক। এনজিও লোকটি শেষমেশ ধৈর্যচ্যুতি হয়ে বলেন, সাহাস্য সামগ্রী হাতে নিয়ে বলেন আরে ভাই আমরা একটি সাহাস্য সংস্থার লোক। আমাদের সংস্থার নাম Human Aid, Creative uk. Bangladesh. আপনাকে সংক্ষিপ্তভাবে বলতে বলেছি; বলেন Human Aid এবার লোকটি আরো বলে হুমায়ুন খতিা খ্-রোচ বাংলাদেশে তু-মার বাড়ি ঘর খৈ। থাখো খৈই। তুমার দুই খেজি চাল আর ডাইলোর লাগি আর বেশি খৈ-বার ব-অল্ নাইরে বা। আমার খ্-তা মনোর ম-তো যদি বা তু-মার প-চন্ না হয়। এই চাইল ডাইল তু-ও। আমার দ-র খার নাই। তু-মার ল-গে থাকিয়া মাছ মারোনোর সময় ডা জাহান্নামে গে-লো। ফো-ল্লা, ফুরিয়ে খিতা খা-বাই-তাম। রা-খো হুমায়ুন-খ্তিা খরো বাংলাদেশ? এই যে, খ্-িতা খরো বাংলাদেশ অর্থাৎ কি করো বাংলাদেশ ? করোনা পরিস্থিতিতে কে কি কেরো? এটাই যেন আজকের মুখ্য প্রশ্ন। মূর্খ লোকটার স্বীয় বুলি যেন আমাদেরকে বারবার সাবধান করে দিচ্ছে এ দুর্যোগময় মুহূর্তে আমরা কে কি করছি। এ চরম দুর্যোগ অবস্থাকে নিয়ে চালু হয়ে গেছে নতুন নাটকের নতুন ভূমিকা নতুন রাজনীতি চসিকের নির্বাচন শিকায় অবস্থান করছে। বিশ্ব পরিস্থিতি দারুন নাজুক এ অবস্থায় স্মার্ট ফোনগুলো সচল হয়ে হয়ে উঠেছে। দানবীরগণ তাদের দান দক্ষিনাকে ক্যামরাবন্দি করতে স্বক্রিয় হয়ে উঠেছে। নেতারা দরিদ্র ও হতদরিদ্রদেরকে নিয়ে রাজনীতি চালু করে দিয়েছে। ধর্মমতে দান করে জাহির করা উচিত নয়। সূরা বাকরাতে বর্ণিত আছে ‘আল্লাহ সচেতনরা, প্রাপ্ত রিজিক থেকে অন্যের জন্য ব্যয় করে’ সেটাই যেন উত্তম দান এবং গ্রহণযোগ্য। কোন দান খয়রাত যদি লোক দেখানোর জন্য বা প্রচার প্রচারণার জন্য হয় বা ঐঁসধহ অরফ এর তুল্য প্রশংসার নিমিত্তে হয় তা হবে সাহায্যের নামে প্রচার ও প্রতারণার সামিল। তাই সিলেটের মূর্খ লোকটি বলেছিলো দুই কেজি চাল এক কেজি ডালের বিনিময়ে তোমার ক্যাামরাতে প্রচারণার নিমিত্তে আবদ্ধ থাকার দরকার নেই। আজকে তোমার পাল্লায় পড়ে আমার মাছ ধরাটাই যেন মাটি হতে চললো। রাখো তোমার চাল-ডাল। আমি চল্লাম। আজ সারা বিশ্বের প্রায় সকল দেশ করোনায় আক্রান্ত। মানুষগুলো আজ গৃহবন্দি। অর্থনীতি আজ গতিহীন, জনজীবন বিপর্যস্থ। এ অবস্থায় একে অন্যকে সহযোগিতা করতে এগিয়ে আসতে হবে। স্বীয় বাহবা কুড়ানোর জন্য দান অনুদান নয়। খোলা মনে দেশ ও জাতির এ দুর্দিনে দলমত নির্বিশেষে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করে যেতে হবে। নামাজ, ইবাদত সংক্ষিপ্ত নয়, বেশি বেশি করে মহান আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহর কাছে দু’হাত তুলে সাহায্য চাইতে হবে। আজ মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ভেদাভেদ নয়। আমরা সবাই ভ্রাতৃত্ববোধে ঐক্যের বন্ধনে আবদ্ধ থেকে দেশ ও জাতির এ দুর্যোগ মোকাবিলা করবো আজকের দিনে এটাই আমাদের অঙ্গিকার হওয়া বাঞ্চনীয়।

লেখক : কলামিস্ট