খাশোগি হত্যার আগে ‘হাস্যরসে মেতে উঠেছিলো’ খুনিরা

27

যুক্তরাষ্ট্রে স্বেচ্ছা নির্বাসিত সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার আগে তাকে নিয়ে হাস্যরসে মেতে উঠেছিলো তার খুনিরা। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিতে সম্প্রচারিত একটি ডকুমেন্টারিতে এক অডিও বার্তা প্রকাশ করে এ তথ্য তুলে ধরা হয়। বিবিসি জানায়, অডিও টেপটি শুনেছেন জাতিসংঘের তদন্তকারীরাও।
২০১৮ সালের ২ অক্টোবর তুরস্কের ইস্তানবুলের সৌদি কনস্যুলেটে নৃশংস হত্যাকান্ডের শিকার হন সাংবাদিক জামাল খাশোগি। খুনের নির্দেশদাতা হিসেবে আঙুল ওঠে খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে। সৌদি আরবের পক্ষ থেকে প্রথমে এ হত্যাকান্ডের খবর অস্বীকার করা হয়। পরে আন্তর্জাতিক চাপের মুখে হত্যাকান্ডের ঘটনা স্বীকার করলেও এর সঙ্গে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সম্পৃক্ততার খবর অস্বীকার করা হয়। ওই ঘটনায় দুনিয়াজুড়ে সমালোচনার মুখে পড়েন এমবিএস নামে পরিচিত মোহাম্মদ বিন সালমান।