খাগড়াছড়ি চালক সমবায় সমিতির নির্বাচনের মনোয়নপত্র দাখিল

7

খাগড়াছড়ি থেকে বিশেষ প্রতিনিধি

সবুজ পাহাড়ে উৎসব আমেজে খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচনের মনোয়নপত্র দাখিল অনুষ্ঠিত হয়েছে। গত ৪ অক্টোবর সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় বাসটার্মিনাল কার্যালয়ে নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। উৎসব মুখোর পরিবেশে এ যেন এক ভোটের আগেই নতুন উৎসবের আমেজ। এতে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার উৎপল চাকমার হাতে সংগৃহিত মনোনয়নপত্র জমা দেন মনোনয়নপত্র সংগ্রহকারীরা। এ সময় খাগড়াছড়ি সড়ক পরিবহণের সদ্য সাবেক কমিটির সভাপতি ও বর্তমান নির্বাচনে সভাপতি মধু সুদন দেবনাথ, সদ্য সাবেক সাধারণ সম্পাদক মো. ইউনুছ, সভাপতি প্রার্থী মনতোষ ধর, হিসাব রক্ষক মোমিনুল হকসহ সংগঠনের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনটির ত্রি-বার্ষিক এ নির্বাচনে সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও ৬ জন সদস্যসহ ৯ সদস্য নির্বাচিত হবেন। এর বিপরীতে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ও সদস্য পদে ১৯ জন প্রতিদ্ব›দ্বীতা করছেন। এতে সভাপতি পদে মধু সুদন দেবনাথ, মনতোষ ধর ও মো. শাহ জাহান মিয়া বাবুল খাগড়াছড়ির সড়ক পরিবহণ চালকদের ভোটে নির্বাচনী নতুন নেতৃত্বের মাঠে লড়বেন। সহ-সভাপতি পদে মীরনুর রহমান, মো. হোসেন, আবু তালেব বাসেক ও সাধারন সম্পাদক পদে মো. আবুল বশর, মো. হোসেন, মোহাম্মদ আলী লড়বেন। এছাড়াও ৬ সদস্যের পদের বিপরীতে ১৯ প্রার্থী সদস্য পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছে। তারা হচ্ছেন-মিন্টু কুমার দত্ত, লাতু মিয়া, আব্দুল মান্নান হানিফ, মো. ফরিদ, মো. হুমায়ুন কবির, নুরুল আবছার, মোস্তফা কামাল, বিমল দেবনাথ, জসিম উদ্দিন, আনু মিয়া, গোপাল চন্দ্র নাথ, জাফর আহম্মদ, শাহিন, ইব্রাহীম ভুট্টু, মনছুর আলম, নুর আহম্মেদ, ননী চাই মারমা, সাবেক হোসেন ও আব্দুল মালেক ভোটাভোটির নির্বাচনের প্রতিদ্বন্দ্বীতা করবেন। আগামী ৩০ অক্টোবর ২০২১ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ভোট গ্রহণ ও গণনা শেষে আসবে নতুন নেতৃত্ব।