‘ক্ষুধায় কাতর আরব বিশ্বের এক তৃতীয়াংশ জনগোষ্ঠী’

7

 

তৃতীয়াংশেরই খাওয়ার মতো যথেষ্ট খাবার নেই বলে জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। এফএও এর প্রতিবেদনে আরও বলা হয়েছে ২০১৯ ও ২০২০ সালের মধ্যে আরব বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা ৪৮ লাখ থেকে বেড়ে মোট ছয় কোটি ৯০ লাখে দাঁড়িয়েছে। যা মোট জনগোষ্ঠীর প্রায় ১৬ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতির নেপথ্যে রয়েছে দীর্ঘায়িত সংকট, সামাজিক অসন্তোষ এবং সংঘাত, দারিদ্র, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদের অভাব ও সা¤প্রতিক করোনা মহামারি সংশ্লিষ্ট অর্থনৈতিক চাপের মতো একাধিক সংকট প্রকট হয়ে ওঠা।
এফএও বলেছে, ‘সব আয়ের এবং সংঘাত কবলিত ও সংঘাতহীন সব এলাকার মানুষের মধ্যেই অপুষ্টির মাত্রা বৃদ্ধির ঘটনা ঘটেছে। এছাড়াও ২০২০ সালে প্রায় ১৪ কোটি ১০ লাখ মানুষ পর্যাপ্ত খাবার পায়নি- যা ২০১৯ সালের তুলনায় প্রায় ১০ লাখ বেশি।’ এফএও এর সহকারি মহাপরিচালক আবদুল হাকিম এলওয়ায়ের বলেন, প্রাথমিক শর্তগুলো নিম্নমুখী হতে থাকায় এই বছর পরিস্থিতির উন্নতি হওয়ার কোনও কারণ দেখা যাচ্ছে না।