ক্বেরাতুল কোরআন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ও শিক্ষার্থী সংবর্ধনা

95

নগরীর ৩৮নং ওয়ার্ডস্থ ক্বেরাতুল কোরআন ইসলামীয় দাখিল মাদ্রাসার অভিভাবক সমাবেশ ও ২০১৯ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ২২ নভেম্বর সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিলালি জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান আতিকি, প্রধান আলোচক ছিলেন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. এনায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সানমুন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মল্লিক, আমির সাধু ইসলামীয়া মাদ্রাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির, ইপিজেড কর্ণফুলী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারেনটেনডেন্ট মাওলানা মো. ইয়াছিন, হাফেজ মো. হাফিজুল ইসলাম, মো. রুবেল হোসাইন, মো. মাহাবুব আলম, মাওলানা মো. ফয়সাল, মোছা. আনজিরা বেগম, মোসা. ফাতিমা বেগম প্রমুখ।
বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম উগ্রবাদ বা জঙ্গীবাদকে সমর্থন করে না। ইসলাম সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে। কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে হেদায়েতের পথে আনাই আমাদের লক্ষ্য। বিজ্ঞপ্তি