কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের দোয়া মাহফিল

15

রাঙ্গুনিয়া প্রতিনিধি

ঢাকার একটি হোটেলে হেফাজত নেতা মামুনুলের নারী নিয়ে আটকের ঘটনায় রাঙ্গুনিয়ায় মিছিল থেকে হামলায় নিহত হয়েছিলেন আওয়ামী লীগ নেতা মুহিবুল্লাহ। ২০২১ সালের ৩ এপ্রিল রাতে উপজেলার কোদালা ইউনিয়নে বিএনপি ও হেফাজতের ওই মিছিল থেকে নির্মমভাবে পিঠিয়ে তাকে হত্যা করা হয়। তার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত ৭ এপ্রিল কোদালা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব কোদালা হাজীপাড়া জামে মসজিদে বাদে জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মাস্টার। সাধারণ সম্পাদক মো. ইসহাকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন কাউছার নূর লিটন, হালিম আবদুল্লাহ, মাহমুদুল হাসান বাদশা, উপজেলা ছাত্রলীগ সভাপতি রাসেল রাসু, সাধারণ সম্পাদক মো. আলী শাহ, কৃষকলীগ নেতা মো. জহির কোম্পানি, আবদুল গাফ্ফার, আবু তাহের, আজগর আলী প্রমুখ। পরে নেতৃবৃন্দ তার পরিবারের সাথে দেখা করে পরিবারের খোঁজখবর নেন। পরে তার কবরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ।