কোচ-ক্যাপ্টেন ছাড়াই শুরু ফুটবল দলের প্রস্তুতি

26

সকাল-সকাল ঢাকায় পৌঁছতে পারলে জেমি ডে কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে চলে যেতেন শিষ্যদের প্রথম অনুশীলনে; কিন্তু জাতীয় দলের এ ইংলিশ কোচ ছুটি কাটিয়ে ফিরেছেন দুপুর ১২ টার দিকে। তাইতো সরাসরি তিনি চলে গেলেন হোটেলে। জাতীয় ফুটবল দলের বঙ্গবন্ধু গোল্ডকাপের অনুশীলনের প্রথম সেশনটা তাই কোচ ছাড়াই চালিয়ে নিলেন তার সহকারীরা।
কেবল কোচই নন, প্রথম সেশনে গরহাজির অধিনায়ক জামাল ভূঁইয়াও। তার দল সাইফ স্পোর্টিং ক্লাব ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয়ার পর জামাল চলে যান ডেনমার্কে। সেখানে গিয়ে বিয়ে করেছেন অধিনায়ক। ছুটি কাটিয়ে কালই (বুধবার) ফিরেছেন জামাল ভূঁইয়া। বৃহস্পতিবার থেকে অনুশীলনে থাকছেন কোচ-অধিনায়ক দু’জনই।
প্রথম দিনের অনুশীলন পূর্ণাঙ্গও ছিল না। কারণ, জামাল ভূঁইয়া ছাড়াও বসুন্ধরা কিংসের ৯ ফুটবলার যোগ দেননি প্রথম দিনে। ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন দলের ফুটবলারদের যোগ দেয়ার কথা বৃহস্পতিবার।
আগামী ১৫ থেকে ২৫ জানুয়ারি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট।