কেন মারাত্মক বিদ্যুৎ সংকটে ভারত?

23

 

তাপদাহে দক্ষিণ এশিয়ার বিরাট অংশ সেদ্ধ হওয়ার পাশাপাশি যে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা যাচ্ছে, তাতেই ৬ বছরের খানিকটা বেশি সময়ের মধ্যে সবচেয়ে বাজে বিদ্যুৎ সংকটের মুখোমুখি হতে হচ্ছে ভারতকে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনের আলোকে এ সংকটের পেছনের কারণগুলোর সারসংক্ষেপ এখানে তুলে ধরা হল। চলতি বছরের টানা তাপদাহের কারণে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের চাহিদা বেড়ে যাওয়া এবং শিল্প কারখানার কর্মকান্ডে কোভিড সংক্রান্ত সব বিধিনিষেধ উঠে যাওয়ার পর অর্থনীতি পুনরুদ্ধারের কার্যক্রমে এপ্রিলে ভারতের বিদ্যুতের চাহিদা রেকর্ড উচ্চতায় উঠেছিল। কোভিড-১৯ আঘাত হানার সময় থেকেই নতুন যেসব হাইব্রিড কাজের মডেল গৃহীত হয়েছে, তাতে লাখ লাখ ভারতীয়কে ঘর থেকেই কাজ করতে হচ্ছে। এ কারণে আবাসিক এলাকাগুলোতে দিনের বেলায়ও বিদ্যুতের ব্যবহার বেড়ে গেছে।