কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগের উপহার সামগ্রী বিতরণ

10

 

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক কমিটি কর্তৃক করোনা কালীন সময়ে কিন্ডারগার্টেন বাঁচাও, শিক্ষক বাঁচাও প্রস্তাবনা কর্মসুচীর অংশ হিসাবে চট্টগ্রাম বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের মাঝে উপহার হিসাবে গত ১৫ সেরপ্টম্বর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মো. কবিরুল ইসলাম। এম এ মতিনের কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে লায়ন লুবনা হুমায়ুন সুমির সঞ্চালনায় চট্টগ্রাম বিভাগীয় আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক একেএম নুরুল বশরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ চিন্তক বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মনজুরুল আলম বিপ্লব। বিশেষ অতিথি ছিলেন প্রাবন্ধিক মো. কামরুল ইসলাম, আয়োজনের সার্বিক পৃষ্ঠপোষক মানবাধিকারকর্মী মেজবাহ উদ্দিন তুষার।
এতে চট্টগ্রাম আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে ডি.আইএম জাহাঙ্গীর আলম, সাংবাদিক মাহতাবউদ্দিন চৌধুরী, সাংবাদিক সুপলাল বড়ুয়া, এম, এ মতিন, নাজিম উদ্দিন চৌধুরী, নুরুল পাশা, আমিনুল হক রিপন, নূরুল আবছার আবিদা সুলতানা, নিলুফা আরা বেগম, জাহানারা বেগম পায়রা সহ প্রমুখ বক্তব্য রাখেন। তাহা ছাড়া আজকের অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা উপহার সামগ্রী গ্রহণ করেন। সংগঠনের আহবায়ক বিকেএ বিভাগীয় কমিটির পক্ষে মানবাধিকার সংস্থার সকল কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। বিজ্ঞপ্তি