কাশ্মির ইস্যুতে ভারতের পদক্ষেপে রাশিয়ার সমর্থন

62

বিশেষ মর্যাদা বাতিল ও কাশ্মিরকে দুটি আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করার ভারতীয় সিদ্ধান্তকে সমর্থন দিয়েছে রাশিয়া। মস্কো জানিয়েছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। একই সঙ্গে কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানকে শান্তি বজায় রাখার আহŸান জানিয়েছে রাশিয়া। গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার কেড়ে নেওয়া হয়। এদিকে জম্মু-কাশ্মিরকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে ভারতের পার্লামেন্টে পাস হওয়া একটি বিলও অনুমোদন করেছেন দেশটির রাষ্ট্রপতি। এই পদক্ষেপকে কেন্দ্র করে কাশ্মিরজুড়ে মোতায়েন করা হয়েছে বিপুলসংখ্যক অতিরিক্ত সেনা।
গ্রেফতার করা হয়েছে সেখানকার শতাধিক স্থানীয় নেতাকে। ইন্টারনেট-মোবাইল পরিষেবা বন্ধ রাখা হয়েছে। বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এই ঘটনার জেরে ভারতের সঙ্গে সব ধরণের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান।