কাশ্মিরে হিজবুল মুজাহিদিন কমান্ডার রিয়াজ নাইকু নিহত

14

ভারতের নিরাপত্তাবাহিনীর অভিযানে কাশ্মিরের স্বাধীনতাকামী সংগঠন হিজবুল মুজাহিদীনের শীর্ষ কমান্ডার রিয়াজ নাইকু নিহত হয়েছেন। বুধবার সকালে পুলওয়ামা জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানের সময় নাইকুসহ অন্তত দুই জন নিহত হয় বলে জানিয়েছে দেশটির সম্প্রচারমাধ্যম এনডিটিভি।
জম্মু-কাশ্মিরে সশস্ত্র বিদ্রোহী সংগঠনগুলোর মধ্যে হিজবুল মুজাহিদিন সবচেয়ে সক্রিয়। ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটিকে ভারতের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রও সন্ত্রাসী সংগঠন বিবেচনা করে থাকে। আদর্শগতভাবে সংগঠনটি কাশ্মিরকে পাকিস্তানের অঙ্গীভূত করার পক্ষে। ২০১৬ সালে কাশ্মিরের বিদ্রোহের অন্যতম পরিচিত মুখ বুরহান ওয়ানি নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হওয়ার পর ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলোর নজরে আসেন হিজবুল কমান্ডার রিয়াজ নাইকু।
এই মুহূর্তে ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী তিনি। ৩০ বছর বয়সী নাইকুর মাথার মূল্য ১২ লাখ রুপি নির্ধারণ করে ভারত। করোনা-ভাইরাসের মহামারির মধ্যেও স¤প্রতি বেশ কিছু দিন ধরেই কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর অভিযান জোরালো হয়েছে। এতে নিরাপত্তাবাহিনীর একাধিক সিনিয়র কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।