কাশ্মিরে বিক্ষোভকারীদের ওপর চড়াও পুলিশ

35

ভারত সরকারের তীব্র দমননীতির প্রতিবাদে শুক্রবার কাশ্মিরের রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে শত শত মানুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। জম্মু-কাশ্মিরের সাবেক গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের প্রধান সড়কে তারা আন্দোলনকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ ও ছররা গুলি চালাতে শুরু করে। পুলিশের গুলির মুখে অনেকে বিভিন্ন দোকানপাটের সাইনবোর্ড বা বিলবোর্ডের নিচে আশ্রয় নেন।
পুলিশি অ্যাকশনের বিপরীতে এক পর্যায়ে বিক্ষোভকারীরাও নিরাপত্তা বাহিনীর উদ্দেশে পাথর ছুড়ে মারে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।২০১৯ সালের ৫ আগস্ট অধিকৃত কাশ্মিরের সায়ত্ত¡শাসন বাতিল করে অঞ্চলটিকে দুই টুকরো করার ঘোষণা দেয় ভারত। ওই দিন সকাল থেকে কার্যত অচলাবস্থার মধ্যে রয়েছে জম্মু-কাশ্মির। উপত্যকার বিভিন্ন স্থানে এখনও কারফিউ বহাল রয়েছে। দোকান, স্কুল, কলেজ ও অফিস বন্ধ রাখা হয়েছে। কোনও গণপরিবহন নেই।
ইন্টারনেট-মোবাইল পরিষেবাও সীমিত। সাবেক দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফতিসহ কাশ্মিরের শত শত রাজনৈতিক নেতাকে বন্দি রাখা হয়েছে। জনশূন্য রাস্তায় টহল দিচ্ছে সশস্ত্র সেনারা। তবে এমন পরিস্থিতির মধ্যেই ভারতে বড় ধরনের বিনিয়োগ নিয়ে আসছে সৌদি আরব।
কাশ্মিরকে দুই টুকরো করার ঘোষণা দেওয়ার পর শুক্রবার টানা দ্বিতীয় সপ্তাহের মতো বন্ধ ছিল উপত্যকার বেশিরভাগ মসজিদ। এদিনের বিক্ষোভে অংশ নেওয়া একজন বিক্ষোভকারী এএফপি-কে বলেন, আমরা অবরোধ ভেঙে সিটি সেন্টারের উদ্দেশে পদযাত্রার চেষ্টা করছি। কিন্তু পুলিশ আমাদের থামাতে বল প্রয়োগ করছে।
এদিকে ভারতের তামিলনাড়ুর প্রভাবশালী রাজনৈতিক দল এমডিএমকের প্রধান ভাইকো বলেছেন, দেশের স্বাধীনতার শততম বার্ষিকীতে কাশ্মির আর ভারতের অন্তর্ভুক্ত থাকবে না। জম্মু-কাশ্মির নিয়ে টালমাটাল পরিস্থিতির মধ্যেই এমডিএমকে প্রধান এমন মন্তব্য করলেন। রাজ্যসভায় ভাইকো বলেন, আপনারা (মোদি সরকার) কাশ্মিরের মানুষের ভাবাবেগ নিয়ে খেলা করছেন। যখনই ওখানে অতিরিক্ত নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছিল, তখনই আমার আশঙ্কা হয়েছিল। কাশ্মিরকে কসোভো, ইস্ট তিমুর বা সাউথ সুদান হতে দেওয়া যাবে না।

অর্ধশতক পর নিরাপত্তা পরিষদের
বৈঠক, নেই কোনও বিবৃতি১৯৭১ সালের পর কাশ্মির ইস্যুতে এই প্রথমবারের মতো বৈঠক করলো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ভারত জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা বাতিলের পর চীনের আহবানে শুক্রবার ৯০ মিনিটের রুদ্ধদ্বার বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চীন কাশ্মির পরিস্থিতি উদ্বেগজনক বললেও নিরাপত্তা পরিষদের পক্ষ থেকে কোনও বিবৃতি দিতে সম্মত হয়নি সদস্য রাষ্ট্রগুলো। মার্কিন স¤প্রচারমাধ্যম সিএনএন’র এক প্রতিবেদন এ তথ্য জানানো হয়।
গত ৫ আগস্ট ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মধ্য দিয়ে কাশ্মিরের স্বায়ত্তশাসনের অধিকার ও বিশেষ মর্যাদা কেড়ে নেয় বিজেপি নেতৃত্বাধীন দেশটির কেন্দ্রীয় সরকার। লাদাখ ও কাশ্মিরকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করতে পার্লামেন্টে বিল আনা হয়। বিরোধীদের ঐক্যবদ্ধ বিরোধিতার অভাবে ভারতের লোকসভা ও রাজ্যসভা—দুই কক্ষেই পাস হয়ে যায় বিলটি। এ ঘটনার পর জাতিসংঘে বৈঠকের আবেদন করেছিল পাকিস্তান। কিন্তু এতে কাজ না হওয়ায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি চিঠি দেন নিরাপত্তা পরিষদে। নিরাপত্তা পরিষদের সভাপতি জোয়ানা রোনেকাকে এই চিঠি দেন জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালেহা লোদি। পরে কুরেশি সমর্থন আদায়ে চীন সফর করেন। বুধবার চীন নিরাপত্তা পরিষদের বৈঠকের জন্য আহবান জানালে শুক্রবার তা অনুষ্ঠিত হয়।
নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের বৈঠকের পর ফলাফল জানতে চাওয়া হলে জাতিসংঘের এক কূটনীতিক বলেন, বেশি কিছু না। এমনকী নিরাপত্তা পরিষদের সদস্যরাও এক বিবৃতিতে রাজি হতে সম্মত হয়নি। তারা আরও জানিয়েছেন, এই বৈঠকের মাধ্যমে কেউ পাকিস্তানের পক্ষে পক্ষপাতিত্ব দেখাতে পারে বা এমন কোনও বক্তব্যে উত্তেজনা বৃদ্ধি পেতে পারে; এই আশঙ্কায় বিবৃতি দিতে একমত হয়নি পরিষদের সদস্য দেশগুলো। ওই কূটনীতিক জানিয়েছেন, ভারত ও পাকিস্তানের দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সম্ভাবনা নষ্ট হতে পারে এমন ভাষা ব্যবহারে আপত্তি আছে যুক্তরাষ্ট্র, জার্মানি ও ফ্রান্সের। পরে এক সংবাদ সম্মেলনে চীন দাবি করে, সংবিধান সংশোধন করে ভারত সীমান্তে শান্তি বজায় রাখার দ্বিপক্ষীয় চুক্তি লঙ্ঘন করেছে। চীনা কূটনীতিক বলেন, এই মুহূর্তে কাশ্মিরের পরিস্থিতি বিপজ্জনক। কাশ্মিরের দীর্ঘদিনের অবস্থা ভারতের সংবিধান সংশোধনের মাধ্যমে পরিবর্তিত হয়ে গেছে। এমন একতরফা সিদ্ধান্ত গ্রহণ বৈধ নয়। চীনের রাষ্ট্রদূত জুন ঝ্যাং বৈঠকের পর জানান, কাশ্মির ইস্যুতে ভারত ও পাকিস্তানের একতরফা কর্মকাÐ থেকে বিরত থাকা উচিত।
জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালেহা লোদি বলেন, বিশ্বের সর্বোচ্চ কূটনীতিক ফোরামে আজ কাশ্মিরিদের কথা, অধিকৃত কাশ্মিরের মানুষের কথা শোনা হয়েছে। তিনি আরও বলেন, এই বৈঠকের মাধ্যমের মাধ্যমে নিশ্চিত হলো যে, এই সমস্যা আন্তর্জাতিক ইস্যু। কাশ্মির সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য ইসলামাবাদ প্রস্তুত। নিরাপত্তা পরিষদের বৈঠকের পর জাতিসংঘে নিযুক্ত ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবারুদ্দিন বলেন, ‘এটা একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। আমাদের আন্তর্জাতিক করিৎকর্মাদের প্রয়োজন নেই।’ তিনি আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে পর্যায়ক্রমে বিধিনিষেধগুলো শিথিল করা হবে। সাধারণ নাগরিকদের ওপর চলাচলে নিষেধাজ্ঞা ও যোগাযোগ জটিলতা ধীরে ধীরে সমাধান করা হবে।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি বলেন, ইমরান খান কথা বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। কাশ্মির পরিস্থিতিতে এই অঞ্চলের অবস্থা নিয়ে দুই নেতা কথা বলেন। ট্রাম্প-ইমরানের আলোচনায় কাশ্মির ইস্যু ছাড়াও আফগানিস্তান পরিস্থিতি, তালেবানের সঙ্গে আলোচনাও স্থান পায়। পরে হোয়াইট হাউসের এক মুখপাত্র বলেছিলেন, কাশ্মির পরিস্থিতি নিয়ে ভারত-পাকিস্তানের উত্তেজনা কমাতে দ্বিপাক্ষিক আলোচনার ওপর গুরুত্বের কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

জম্মু ও কাশ্মীরে ফোন ও ইন্টারনেট আংশিক চালু
শ্রীনগরের কয়েকটি অংশসহ কাশ্মীর উপত্যকার ১৭টি টেলিফোন এক্সচেঞ্জের ল্যান্ডফোনের সংযোগ সচল করা হয়েছে। শনিবার সকাল থেকে এসব সংযোগ চালু করা হয়েছে বলে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলোপ করার সিদ্ধান্ত ঘোষণার আগে থেকে সেখানে আরোপ করা নিষেধাজ্ঞার অংশ হিসেবে এসব ফোন লাইন বন্ধ করা হয়েছিল। প্রায় দুই সপ্তাহ পর সেগুলো আবার চালু হলো বলে জানিয়েছে এনডিটিভি।
কাশ্মীরের একশরও বেশি টেলিফোন এক্সচেঞ্জের মধ্যে এই ১৭টির কার্যক্রম ফের শুরু করা হয়েছে। কেন্দ্রীয় কাশ্মীরের বুদগাম, সোনামার্গ ও মানিগাম এলাকায়, উত্তর কাশ্মীরের গুরেজ, তাংমার্গ, উরি কেরান কার্নাহ ও টাংধর এলাকায় এবং শ্রীনগরের সিভিল লাইন এলাকা, ক্যান্টনমেন্ট ও বিমানবন্দর এলাকায় ল্যান্ডলাইন সেবা সচল করা হয়েছে। জম্মু অঞ্চলের জম্মু, রেয়াসি, সাম্বা, কাঠুয়া ও উধমপুর, এই পাঁচটি জেলায় টু-জি মোবাইল ইন্টারনেট সংযোগ ফের চালু করা হয়েছে।
জম্মু ও কাশ্মীরের সরকারি দপ্তরগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়েছে বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। নিষেধাজ্ঞা শিথিল করার জন্য কী কী পদক্ষেপ নেওয়া যায় তারও পর্যালোচনা চলছে বলে জানিয়েছে তারা। সোমবার থেকে ‘এলাকা অনুযায়ী’ স্কুল খুলবে এবং ধাপে ধাপে টেলিফোন সেবাগুলো চালু করা হবে বলে শুক্রবার জানিয়েছেন মুখ্য সচিব বি.ভি.আর. সুব্রাহ্মনিয়াম।