কাল এনবিআর চেয়ারম্যানের সাথে চেম্বার সদস্যদের সভা

4

 

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ১৫ মার্চ সকাল ১১টায় দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সদস্যবৃন্দ ও ব্যবসায়ীদের সাথে ২০২৩-২০২৪ অর্থ বছরের প্রাক-বাজেট মতবিনিময় সভায় মিলিত হবেন।
বঙ্গবন্ধু কনফারেন্স হল, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, ১০২-১০৩, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রামে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ২০২৩-২০২৪ ইং অর্থবছরের বাজেটে অন্তর্ভূক্তির লক্ষ্যে শুল্ক, ভ্যাট ও আয়করসহ সংশ্লিষ্ট বিষয়ে চেম্বার সদস্যবৃন্দের সুচিন্তিত অভিমত, পরামর্শ ও সুপারিশ সম্পর্কে বিস্তারিত অবহিত হবেন। চিটাগাং চেম্বার সভাপতি মাহবুুবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামস্থ কাস্টমস, ভ্যাট ও আয়কর কমিশনারবৃন্দ উপস্থিত থাকবেন।
আসন্ন জাতীয় বাজেটে অন্তর্ভূক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়সমূহের উপর বিভিন্ন সুপারিশমালাসহ আমন্ত্রিতদের উল্লেখিত সময়ে উপস্থিত থাকার জন্য চিটাগাং চেম্বারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি