কারাতের প্রতিষ্ঠাতা হাসান আহমদ কিমনজি আর নেই

13

বাংলাদেশের বিশিষ্ট কারাতে প্রশিক্ষক, সাবেক জাতীয় কারাতে কোচ, বাংলাদেশে কারাতের প্রতিষ্ঠাতা হাসান আহমদ কিমনজি গতকাল বিকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর। কিমুনজি ১৯৬৮ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে বিশেষত চট্টগ্রামে প্রথম কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। পরবর্তীতে পশ্চিম পাকিস্তানেও তিনি কারাতে প্রশিক্ষণ প্রদান করেন। বাংলাদেশ ও পাকিস্তানের অধিকাংশ প্রথিতযশা কারাতে প্রশিক্ষকবৃন্দ মূলত তাঁর হাতেই দীক্ষা নিয়েছিল।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও সিজেকেএস এর সভাপতি মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৈশ্যহ্ল, সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন সেন্টু, শাহজাদা আলমসহ কার্যনির্বাহী সদস্যবৃন্দ। সহ জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি